অবশেষে কোদালিয়ায় চুরির ঘটনার কিনারা করল পুলিশ

0
1

কোদালিয়ায় (Kodalia) চুরির ঘটনায় চন্দননগর পুলিশ কমিশনারেট (Chandannagar Police Commission) ও চুঁচুড়া থানার অন্তর্গত ব্যান্ডেল ফাঁড়ির পুলিশ (Bandel Police) ও চুঁচুড়া থানার যৌথ সহযোগিতায় বড়োসড় সাফল্য। বেশ কয়েকদিন আগে দু’নম্বর কোদালিয়া দিনে দুপুরে জানলা ভেঙ্গে যে চুরির ঘটনা ঘিরে চাঞ্চল্য সৃষ্টি হয়েছিল। এই ঘটনার নেপথ্যে অন্যতম হাত ছিল বিজয় সাউ নামে একজনের। ডাকাতির উদ্দেশ্যে আসা কৃষ্ণা রুইদাস নামে অপরজনকেও গ্রেফতার করে চন্দননগর পুলিশ কমিশনারের অন্তর্গত ব্যান্ডেল ও চুঁচুড়া থানার পুলিশ। আজ দুজনকেই চুঁচুড়া আদালতে তোলা হয়। ধৃতদের বাড়ি উত্তর ২৪ পরগনা হালিশহর ও টিটাগর অঞ্চলে । গোপন সূত্রে খবর পেয়ে বিজয় সাউকে হালিশহর থেকে গ্রেফতার করা হয়। কৃষ্ণা রুই দাসকে চুঁচুড়া কারবালা অঞ্চল থেকে গ্রেফতার করা হয়।