ধর্ম নিরপেক্ষতার দিক থেকে গোটা দেশের মধ্যে এগিয়ে বাংলা। ঝুলন উৎসব হল প্রেম, প্রতি ভালবাসার উৎসব, যে উৎসব শিক্ষা দেয় মানুষের মধ্যে সৌজন্যে ও ভ্রাতৃত্ব ও সহনশীলতার। ঝুলন উৎসব হল রাধা ও কৃষ্ণের শৈশব লীলার এমনই একটি স্মৃতি উন্মোচনকারক উৎসব হল এই ‘ঝুলন’।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যবস্থাপনায় আরামবাগ লোকসভা তথা গোটা বাংলায় “ঝুলন উৎসব” পালিত হচ্ছে। পূর্বঅমরপুর,গোঘাট, হুগলিতে এই “ঝুলন উৎসব “এর শুভ সূচনা হয়েছে। ছিলেন আরামবাগ লোকসভা কেন্দ্রের বর্তমান সাংসদ অপরূপা পোদ্দার সহ বিশিষ্টরা।
তিনি বলেন, আমরা গর্বিত যে আমারা এই উৎসব জাতি ধর্ম নির্বিশেষে পালন করে থাকি। ‘নানা ভাষা, নানা মত, নানা পরিধান,বিবিধের মাঝে দেখো মিলন মহান’। ঈশ্বরের কাছে প্রার্থনা করি সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন ।