৩৭০ ধারা অবলুপ্তির বিরুদ্ধে মামলা চলছে দেশের শীর্ষ আদালতে(Supreme Court)। তারইমাঝে এবার ৩৫এ ধারা নিয়ে তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন সুপ্রিমকোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়(DY Chandrachur)। মঙ্গলবার শীর্ষ আদালতে এই মামলার শুনানি চলাকালিন বিচারপতি বলেন, ৩৫এ ধারা দেশের মানুষকে তার সাংবিধানিক অধিকার থেকে বঞ্চিত করেছে। কারণ দেশের যে কোনও জায়গায় জমি কেনা, বসবাস করা ও জীবিকা উপার্জনের অধিকার সংবিধানের ১৯ নম্বর ধারা সকল নাগরিককে দিয়েছে। কিন্তু এই আইন জম্মু কাশ্মীরের(Jammu Kashmir) বাইরে সাধারণ মানুষকে সেই অধিকার থেকে বঞ্চিত করে রেখেছিল।

এর পাশাপাশি জম্মু কাশ্মীরে বিশেষ মর্যাদা বাতিল করার ক্ষেত্রে কেন্দ্রের পক্ষে যুক্তি দিয়ে সলিসিটর জেনারেল তুষার মেহতা বলেন, ৩৭০, ৩৫এ মতো ধারাগুলি প্রত্যাহার জম্মু ও কাশ্মীরের জনগণকে দেশের বাকি জায়গার জনসাধারণের সঙ্গে সমান করে দিয়েছে। এর আগে জম্মু কাশ্মীরে কোনও কল্যাণমূলক আইন প্রয়োগ হয়নি। উদাহরন স্বরূপ তিনি সাংবিধানিক সংশোধনীর উল্লেখ করেন। যেখানে শিক্ষার অধিকারের কথা বলা হয়েছে। ভারতীয় সংবিধানে করা কোনও সংশোধনী নিয়ম জম্মু ও কাশ্মীরে প্রযোজ্য হবে না। যতক্ষন না ৩৭০ ধারা সংশোধিত হচ্ছে।













































































































































