জেল পালাতে ৪০ ফুট পাঁচিল থেকে লাফ! ভ.য়ঙ্কর পরিণতি অভি.যুক্তর

0
1

জেল (Jail) থেকে কয়েদি পালানোর ঘটনা নতুন কিছু নয়। কিন্তু তাই বলে জেল পালানর জন্য ৪০ ফুট পাঁচিল থেকে সোজা নিচে লাফ! শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। এমনই ঘটনা ঘটেছে কর্ণাটকে (Karnataka)। দিন কয়েক আগেই ধর্ষণে অভিযুক্ত এক যুবককে জেলে নিয়ে আসে পুলিশ। তারপর আচমকাই জেল থেকে পালাতে এমন কাণ্ড অভিযুক্তের। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। তবে অত উঁচু থেকে লাফিয়েও লাভের লাভ কিছুই হয়নি। উল্টে অভিযুক্তকে পাকড়াও করে পুলিশ। আর সমস্ত কর্মকাণ্ডের ভিডিও জেলের একটি সিসিটিভিতে (CCTV) ধরা পড়েছে। ইতিমধ্য সোশ্যাল মিডিয়ায় অভিযুক্তর জেল পালানোর ভিডিও ভাইরাল।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত সপ্তাহেই কর্ণাটকে এমন ঘটনা ঘটেছে। ধর্ষণে অভিযুক্ত ওই ২৩ বছরের যুবককে জেলে নিয়ে আসা হলে এমন কাণ্ড ঘটিয়ে বসে সে। জেলে লাগানো সিসি ক্যামেরায় দেখা গিয়েছে, ৪০ ফুট সমান উঁচু পাঁচিল থেকে লাফ দিয়ে রাস্তায় নামে যুবক।

তবে নিচে পড়ার পর শরীরের ভারসাম্য ধরে রাখতে না পেরে ফুটপাথে শুয়ে পড়ে অভিযুক্ত। অত উঁচু থেকে পড়ে পায়ে চোট লাগে তার। এদিকে কয়েদি পালাতেই জেলে হইচই পড়ে যায়। তবে পালিয়েও লাভের লাভ কিছুই হয়নি। একদিন পরই বসন্তকে গ্রেফতার করে শ্রীঘরে নিয়ে যায় পুলিশ। বর্তমানে তার ঠিকানা জেলই।