দত্তপুকুরে বেআইনিও বাজি কারখানায় রবিবার মৃত্যু হয়েছে ৯ জনের। সেই ঘটনার পর সোমবার তৃণমূল ছাত্রপরিষদের(TMCP) প্রতিষ্ঠা দিবসের মঞ্চে উপস্থিত হয়ে সবুজ বাজি কারখানার(Fire Cracker Factory) পক্ষে সওয়াল করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। জানালেন, “সবুজ বাজি তৈরি করুন। তাতে টাকা কিছুটা কম হবে ঠিকই, কিন্তু জীবন তো বাঁচবে।” পাশাপাশি দত্তপুকুর কাণ্ডে পুলিশের একাংশের দিকে অভিযোগের আঙুল তুললেন মুখ্যমন্ত্রী।
এদিনের সভা থেকে রাজ্যের বাজি শ্রমিকদের উদ্দেশ্যে বার্তা দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, “এগুলো বহু পুরনো সমস্যা। আগে বালি, পাথর নিয়েও কোনও আইন ছিল না। আমরা তৈরি করেছি। আমি চাই সবুজ বাজি তৈরি হোক। কারণ এর সঙ্গে লক্ষ লক্ষ মানুষের জীবিকা জড়িয়ে আছে, আমি চাই তাঁরাও বাঁচুন৷ সবুজ বাজিতে হয়তো আয় একটু কম হবে, কিন্তু জীবন বাঁচবে।” এছাড়াও এই দুর্ঘটনা পুলিশের একাংশের দুর্নীতির কারণে বলে অভিযোগ তুলে মুখ্যমন্ত্রী বলেন, “কেউ কেউ বেআইনি কাজ করছে। পুলিশ চোখ বন্ধ করে দেখছে। লোকাল থানায় যাঁরা দায়িত্বে আছেন তাঁরা কী করছেন আমি বললাম না। আমি অ্যান্টি কোরাপশন সেল চালু করেছি। তারা সব নজর রাখছে। অনেকের একটু লোভ বেশি। বাজি কারখানা নিয়ে আমরা দুটো বৈঠক করেছি।