কংগ্রেসের (Congress) ছাত্র সংগঠন ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসেও গোষ্ঠীদ্বন্দ্ব তুঙ্গে। মহাজাতি সদনে কংগ্রেসের দুই গোষ্ঠীর মধ্যে চূড়ান্ত বিবাদ। মঞ্চে তখন বক্তব্য রাখছিলেন বর্ষীয়ান নেতা প্রদীপ ভট্টাচার্য (Pradeep Bhattacharya)। অশান্তি পাকানোর মূলে কৌস্তভ বাগচী (Kaustav Bagchi)।

ঘটনা ঠিক কী? ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের (TMCP Foundation Day) অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়নি কৌস্তভ বাগচীকে। এই মর্মেই প্রদেশ কংগ্রেসের তরফে অলিখিত নির্দেশ দেওয়া হয়েছে বলে ছাত্র পরিষদনেতৃত্বকে, এমনই খবর। কেন তিনি আমন্ত্রিত নয়, কৌস্তভ এ নিয়ে জানতে চায় ছাত্র পরিষদের রাজ্য সভাপতির কাছে। সূত্রের খবর, তাঁকে দলের নির্দেশ জানিয়ে দেওয়া হয়েছে। তবে এই পরিস্থিতিতে কৌস্তভ জোর করেই আজ, মহাজাতি সদনের অনুষ্ঠানে ঢোকার চেষ্টা করে। তেমন আন্দাজ করে আগে থেকেই তৈরি ছিল কংগ্রেসের কৌস্তভ বিরোধী লবি। কৌস্তভ লোকজন নিয়ে ঢুকে সভার মধ্যেই স্লোগান দিতে থাকে বলে অভিযোগ। এরপর তাকে বের করে দিতেই তুমুল গণ্ডগোল শুরু হয়।

উল্লেখ্য, গতবছর এই সভা থেকেই নানা বিতর্কিত কথা বলে কংগ্রেস হাইকমান্ডকে প্রশ্নের মুখে দাঁড় করিয়ে, সভা ভণ্ডুলের চেষ্টার অভিযোগ উঠেছিল দলের তরুণ নেতার বিরুদ্ধে। এবারও তিনি তেমন কিছু ঘটাতে পারেন, এই আশঙ্কা রয়েছে দলের। সেবার তৃণমূল সম্পর্কে হাইকমান্ডের নরম মনোভাব নিয়ে রাজ্যের এআইসিসি পর্যবেক্ষকদের সামনেই কড়া প্রশ্ন তুলেছিলেন কৌস্তভ। সিনিয়র নেতৃত্বকে রীতিমতো অস্বস্তির মধ্যে ফেলে দেয়। তুমুল বিতর্ক হয়েছিল।তাই এবার আগে থেকেই কৌস্তভের কংগ্রেসের ছাত্র সমাবেশে ঢোকার উপর নিষেধাজ্ঞা ছিল।












































































































































