১) ফের ইতিহাস গড়লেন নীরাজ চোপড়া। বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে প্রথম ভারতীয় হিসাবে সোনা জিতলেন তিনি। ফাইনালে জ্যাভলিন ছুড়লেন ৮৮.১৭ মিটার দূরে।
২) ডুরান্ড কাপের সেমিফাইনালে মোহনবাগান সুপার জায়েন্ট। রবিবার কোয়ার্টার ফাইনালের ম্যাচে মুম্বই সিটি এফসিকে হারাল ৩-১ গোলে। বাগানের হয়ের তিন গোল জেসন ক্যামিন্স, মনবীর সিং এবং আনোয়ার আলি।
৩) সিরিজ শেষ করে সদ্য দেশে ফিরেছেন রিঙ্কু সিং। আর দেশে ফিরেই মা-বাবাকে ভারতীয় দলের জার্সি উপহার দিলেন তিনি। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন রিঙ্কু। আর ছবি পোস্ট হতেই ভাইরাল, মন কেড়েছে নেটিজেনদের।
৪) সামনেই এশিয়ান গেমস। আসন্ন এশিয়ান গেমসে অংশ নিচ্ছে ভারতীয় পুরুষ ক্রিকেট দল। আর সূত্রের খবর, এশিয়ান গেমসে দলের কোচের দায়িত্ব থাকবেন এনসিএ প্রধান ভিভিএস লক্ষ্মণ। আসন্ন এশিয়ান গেমসে টিম ইন্ডিয়াকে নেতৃত্ব দেবেন রুতুরাজ গায়কোওয়াড।
৫) এশিয়া কাপ দেখতে কি পাকিস্তান যাচ্ছেন বিসিসিআই সভাপতি? মুখ খুললেন নিজেই। বললেন, “হ্যাঁ, বোর্ডের সহ-সভাপতি রাজীব শুক্লা এবং আমি পাকিস্তান যাচ্ছি। ৪ সেপ্টেম্বর যাব। সেখানে একটা নৈশভোজে উপস্থিত থাকব। কয়েকটা ম্যাচও দেখব।”
আরও পড়ুন:ফের ইতিহাস গড়লেন নীরজ, বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে জিতলেন সোনার পদক