রাজ্যকে আরও শিল্পবান্ধব করে তুলতে পশ্চিমবঙ্গ শ্রমিক কল্যাণ তহবিল বিল (সংশোধনী), ২০২৩ পাশ হল বিধানসভায় (Assembly)। এই আইনে শ্রম সংক্রান্ত ছোটখোটো অপরাধে আর কারাবাস হবে না। সোমবার, বিধানসভায় আইন (Law) সংশোধনী পাশ হয়। সংশোধনী বিলে শুধু আর্থিক জরিমানা বৃদ্ধিই নয়, লেবার ওয়েলফেয়ার বোর্ডের সদস্যদের বেতন সীমাতেও পরিবর্তন আনা হয়েছে।
এতদিন শ্রম সংক্রান্ত ছোটখাটো অপরাধের ক্ষেত্রে,
• ৫০০ টাকা জরিমানার পাশাপাশি সংস্থার মালিককে ৩ মাসের জেল খাটতে হত। এবার এককালীন ১০ হাজার টাকা দিলেই মিলবে রেহাই।
• কোনও কোনও ক্ষেত্রে ১ হাজার টাকা জরিমানার পাশাপাশি ৬ মাসের জেলের সাজা হত। এবার এককালীন ৫০ হাজার টাকা জরিমানা দিলেই ছাড় মিলবে।
• শ্রম কল্যণ আইনে ২ হাজার চাকার জরিমানা বেড়ে হয়েছে ৫০ হাজার টাকা করা হয়েছে।
শুধু আর্থিক জরিমানা বৃদ্ধি নয়, এই সংশোধনী বিলে বদল এসেছে লেবার ওয়েলফেয়ার বোর্ডের সদস্যদের বেতন সীমাতেও। এতদিন পর্যন্ত মাসিক ১৬০০ টাকা বেতনভোগীরাই বোর্ডের সদস্য হতে পারতেন। এবার সেই বেতনসীমা বাড়িয়ে করা হয়েছে ১০ হাজার টাকা।
২০২৩ সালের কেন্দ্রীয় বাজেটে প্রস্তাব হয়, শ্রম আইনে ছোটখাটো অপরাধে কারাবাসের সাজা তুলে দিয়ে আর্থিক জরিমানা বৃদ্ধি করা হোক। সে প্রস্তাব মেনেই এবার রাজ্যের শ্রমিক কল্যাণ তহবিল আইনে বদল আনা হল। এই সংশোধনী বিলের উপর আরও কিছু সংশোধনী চান বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। অথচ এদিন বিল পাশের সময় তিনিই গরহাজির বিধানসভার অধিবেশনে। যার জেরে বিজেপি বিধায়ককে তীব্র ভর্ৎসনা করেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়।