সোমবার শহরে TMCP-র মেগা সমাবেশ, এক মঞ্চে মমতা-অভিষেক

0
1

রাত পোহালেই আগামিকাল সোমবার শহরে মেগা সমাবেশ। তৃণমূল ছাত্র পরিষদের ২৬তম প্রতিষ্ঠাতা দিবসকে কেন্দ্র করে সেজে উঠেছে মেয়ো রোড- ধর্মতলা-সহ শহর কলকাতা এবং শহরতলি। হোর্ডিং-ব্যানার-পোস্টারে ছেয়ে গিয়েছে। তবে এবারের সমাবেশের বিশেষত্ব হল অ্যান্টি র‍্যাগিং প্রচার। সব জায়গায় প্রচারে এই বিষয়টি রাখা হয়েছে। সঙ্গে দেওয়া হয়েছে সরকারের দেওয়া টোল ফ্রি নম্বর (১৮০০-৩৪৫-৫৬৭৮)।

একইসঙ্গে প্রচারে ‘ইন্ডিয়া’কেও রাখা হয়েছে। মেয়ো রোডে গান্ধী মূর্তির পাদদেশে মঞ্চে শেষ মুহূর্তের প্রস্তুতির কাজ চলছে। আগামিকাল বেলা ১২টায় সভা শুরু হবে। উপস্থিত থাকবেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ও দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। বিদেশে চোখের চিকিৎসা করিয়ে ফেরার পর এটাই তার প্রথম প্রকাশ্য সমাবেশ। টিএমসিপির এই প্রতিষ্ঠা দিবসের সভা ভিড়ের নিরিখে ঐতিহাসিক হতে চলেছে।

বেশ কিছুদিন ধরে গোটা রাজ্য জুড়ে টিএমসিপি নেতৃত্ব লাগাতার প্রস্ততি-সভা করেছে। রাজ্য সভাপতি তৃনাঙ্কুর ভট্টাচার্য-সহ গোটা টিম দৌড়ে বেড়িয়েছে বাংলার এ-প্রান্ত থেকে ও-প্রান্ত। উত্তরের জেলাগুলি থেকেও ছাত্র-যুবরা ভিড় করে আসছেন। গত দু’দিনে অনেকেই কলকাতায় এসে পৌঁছেছেন। আগামিকাল সকালেও প্রচুর ছাত্র-ছাত্রী আসবেন। দক্ষিণের জেলাগুলি থেকে প্রতি বছরের মতো এ-বছরও উপচে পড়া ভিড় হবে। এই সমাবেশ মঞ্চ থেকে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেমন পথদিশা দেবেন। তেমনই লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে কোন পথে দল চলবে তার নির্দেশও দেবেন তিনি।

অভিষেক বন্দ্যোপাধ্যায়ও ছাত্র-যুবদের উদ্বুদ্ধ করবেন। বিশেষ করে যাদবপুরের ছাত্র-মৃত্যু ও তাকে কেন্দ্র করে যে বিশৃঙ্খলা ও ও ‘গোলি মারো’র রাজনীতি করছে বিরোধীরা আগামিকাল তার সমুচিত জবাব দেবেন তৃণমূল শীর্ষ নেতৃত্ব। এই ছাত্র সমাবেশকে ঘিরে আঁটোসাঁটো নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে।

আরও পড়ুন- স্কলারশিপ পাইয়ে দেওয়ার নাম করে ছাত্রীদের গয়না চু.রি! ঘটনার পর বেপাত্তা শিক্ষক