স্কলারশিপ পাইয়ে দেওয়ার নাম করে ছাত্রীদের গয়না চু.রি! ঘটনার পর বেপাত্তা শিক্ষক

0
1

চাঞ্চল্যকর অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে। এবার স্কলারশিপ পাইয়ে দেওয়ার নাম করে বাড়িতে ডেকে গয়না চুরির অভিযোগ উঠল এক গৃহশিক্ষকের বিরুদ্ধে। ছাত্রীদের গয়না নিয়ে কার্যত বেপাত্তা ওই শিক্ষক।মুর্শিদাবাদের জলঙ্গির ঘটনা। অভিযোগ, সংখ্যালঘু দফতর থেকে স্কলারশিপ পাইয়ে দেওয়ার নাম করে বাড়িতে ডেকে ছাত্রীদের থেকে গয়না নিয়ে চম্পট দেন ওই শিক্ষক। অভিযুক্ত ওই শিক্ষকের নাম মিনারুল ইসলাম। খবর জানাজানি হতেই প্রতারক শিক্ষকের বাড়িতে বিক্ষোভ দেখায় অভিভাবকরা। এই ঘটনায় আপাতত ধৃত শিক্ষকের মা ও স্ত্রী।

স্থানীয় সূত্রে খবর সংখ্যালঘু দফতর থেকে স্কলারশিপ পাইয়ে দেওয়ার জন্য রবিবার বাড়িতে ছাত্রছাত্রীদের ডাকেন ওই শিক্ষক। তারপর বলা হয়, ওখানে সকলের ছবি তুলতে হবে। বলা হয়, গয়না পরা থাকলে স্কলারশিপের টাকা মিলবে না। তাই গয়না খুলতে বলেন তিনি। এরপর গয়না খুলে অভিযুক্ত শিক্ষকের কাছে দেওয়ার পরই তিনি ছাত্রছাত্রীদের জন্য খাবার আনতে যাওয়ার নাম করে চম্পট দেয় অভিযুক্ত শিক্ষক। বিষয়টা জানাজানি হতেই অভিযুক্ত শিক্ষকের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ দেখান অভিভাবকরা। পুলিশের দ্রুত গয়না উদ্ধারের আশ্বাস দেওয়ার পর বিক্ষোভ ওঠে। এই ঘটনায় আপাতত ধৃত শিক্ষকের মা ও স্ত্রী। তাদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

আরও পড়ুন- Gujrat: আদানিকে ৩৯০০ কোটি টাকা পাইয়ে দিয়েছে বিজেপি, অনিয়মের অভিযোগ কংগ্রেসের