উত্তর ২৪ পরগনার দত্তপুকুরে বাজি কারখানায় বিস্ফোরণ। বেশ কয়েক জনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে।গুরুতর জখম বেশ কয়েকজন। তাঁদের বারসত মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয়েছে।ঘটনাস্থলে পৌঁছেছে বিশাল পুলিশবাহিনী।
আরও পড়ুনঃ রাজ্যের বেআইনি বাজি কারখানায় পুলিশি অভিযান, ধরপাকড়, উদ্ধার বারুদ
জানা গিয়েছে, রবিবার সকাল সাড়ে ১০টা নাগাদ দত্তপুকুরের বাজি কারখানাটিতে বিস্ফোরণ হয়। বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে বেশ কয়েকটি বাড়ি ভেঙে পড়েছে।
স্থানীয়দের অভিযোগ,সম্পূর্ণ বেআইনি ভাবে কারখানাটি চলছিল।তাই পুলিশ পৌঁছতেই স্থানীয়রা তাঁদের কাছে ক্ষোভ উগড়ে দেন। যদিও গত মে মাসে এগরায় বেআইনি বাজি কারখানা বিস্ফোরণের ঘটনার পর বেআইনি বাজি কারখানা বন্ধ করতে নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। সেইমত তৎপর হয় পুলিশ। দত্তপুকুরের নীলগঞ্জের বহু জায়গায় বেআইনি কারখানা বন্ধ করে দেওয়া হয়। উদ্ধার হয় বহু বাজি। তার ঠিক চারমাস পর ফের বাজি কারখানায় বিস্ফোরণ।







 
 
 
 































































































































