বিয়ের আসরে দাবা প্রতিযোগিতা! অভিনব কাণ্ড উত্তরপাড়ায়

0
1

দক্ষিণের পাত্র আর উত্তরের পাত্রীর বিয়ে বলে কথা, এলাহি বিয়ের আয়োজন হুগলির উত্তরপাড়ায় (Uttarpara)। শিবশঙ্কর আইয়ার ও পূজা প্রসাদের বিয়েতে উপস্থিত হয়ে আত্মীয়রা অবাক। ছেলে দীর্ঘদিনের দাবা খেলোয়াড়, তাই তাঁর বিয়েতে দাবা প্রতিযোগিতার (Chess competition)আয়োজন করল পরিবার। চমকে গেলেন সকলেই।

উত্তরপাড়া শহরে এক দশকেরও বেশি সময়ের বাস শিবশঙ্করের। মোবাইল আর কম্পিউটার গেমস নির্ভর জীবনে ব্যস্ত বুদ্ধিমত্তাগুলোতে কেমন যেন মরচে পড়ে যাচ্ছে। তাই মগজাস্ত্রে শান দেওয়ার লক্ষ্য নিয়ে প্রথমে বাড়ি বাড়ি গিয়ে ছেলে মেয়েদের দাবা শেখাতে শুরু করেন শিব। অন্তত খারাপ জিনিসের দিকে এই প্রজন্ম যাতে আকৃষ্ট না হয় সেই কারণেই প্রাথমিক প্রয়াস। সেখান থেকেই যা উপার্জন তা দিয়ে সংসার চালানো ,তারপর একের পর এক জাতীয় প্রতিযোগিতায় প্রতিনিধিত্ব করে একাধিক পুরস্কার পান শিব। এরপর বিগত ৮ বছর ধরে দাবা কোচ হিসাবে দায়িত্ব সামলাচ্ছেন। নিজের বিয়েতে তাই প্যাশন আর পেশাকে মিলিয়ে দিলেন অতিথিদের মধ্যে। বিয়ের অনুষ্ঠানে রবিবাসরীয় দুপুরে আমন্ত্রিতরা সকলেই এক বোর্ড করে দাবা খেলছেন- এ দৃশ্য কার্যত বিরল। অনেক অভিভাবক এই উদ্যোগকে স্বাগত জানাবার পাশাপশি আগামীতে যাতে এই ধরনের আরও দাবা খেলার আয়োজন বিয়ে ও সামাজিক অনুষ্ঠানে আয়োজন করা হয় সেই আহ্বান জানান।