আবার বাবা হলেন যুবরাজ, এবার ঘরে এলো লক্ষ্মী

0
11

ফের বাবা হলেন ভারতের প্রাক্তন ক্রিকেটার যুবরাজ সিং। কন‍্যা সন্তানের জন্ম দিয়েছেন তাঁর স্ত্রী হেজেল কিচ। শুক্রবার সোশ্যাল মিডিয়ায় সবার সঙ্গে এই খবর ভাগ করে নিয়েছেন যুবরাজ নিজেই। যুবি মেয়ের নাম রেখেছেন অরা। যুবরাজ এবং তাঁর স্ত্রী হেজেলের আগে একটি পুত্র সন্তান আছেন। যার নাম রেখেছেন ওরিয়ন।

সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করেন যুবি যেখানে দেখা যাচ্ছে, তাঁরা চারজনেই খাটের উপর বসে। হেজেলের কোলে তাঁদের ছেলে ওরিয়ন এবং যুবরাজের কোলে তাঁদের কন্যা, অরা। দুজনের মুখেই দুধের বোতল। ক‍্যাপশনে লেখেন,” নিদ্রাহীন রাত এখন আরও বেশি আনন্দের হয়ে উঠেছে। ছোট রাজকন্যা অরাকে স্বাগত। আমাদের পরিবার এ বার সম্পূর্ণ।” তবে ছবি দেখে মনে হয়েছে কন‍্যা সন্তানের জন্ম বেশ কিছু দিন আগেই হয়েছে। তাঁর এই পোস্টে পর অনেকেই শুভ কামনা জানিয়েছেন।

 

View this post on Instagram

 

A post shared by Yuvraj Singh (@yuvisofficial)

২০১৬ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন যুবরাজ এবং হেজেল কিচ। কয়েক বছর আগে তাঁদের প্রথম সন্তান ওরিয়নের জন্ম হয়। আর এবার তাদের ঘরে এল কন‍্যা সন্তান।

আরও পড়ুন:বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে প্রণয়, ছিটকে গেলেন চিরাগ-সাত্ত্বিকসাইরাজ জুটি