আদালত চত্বরে বিচারাধীন ২ বন্দিকে গুলি, চাঞ্চল্য সমস্তিপুরে

0
4

আদালত(Court) চত্বরে বিচারাধীন ২ বন্দিকে গুলি করে হত্যার চেষ্টা। শনিবার দুপুরে চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে বিহারের(Bihar) সমস্তিপুরে আদালত চত্বরে। ঘটনায় গুরুতর আহত হয়েছে ওই ২ বন্দি প্রভাত চৌধুরী ও প্রভাত কুমার তিওয়ারি। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে(Hospital) ভরতি করা হয়েছে তাঁদের।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত ওই দুই ব্যক্তি বেআইনি মদের কারবারের সঙ্গে জড়িত। যার জেরেই গ্রেফতার করা হয়েচ্ছিল তাঁদের। শনিবার দুপুরে মামলার শুনানি থাকায় আদালতে নিয়ে যাওয়া হয় তাঁদের। প্রিজন ভ্যান থেকে দুই বন্দিকে নামিয়ে যখন আদালতে নিয়ে যাওয়া হচ্ছিল সেই সময়ে তাঁদের উপর হামলা চালানো হয়। গুলিবিদ্ধ হয় দুই বিচারাধীন বন্দি। মুহূর্তের মধ্যে আতঙ্ক ছড়ায় আদালত চত্বরে। ভিড়ের সুযোগ নিয়ে এলাকা ছাড়ে দুষ্কৃতীরা। এরপরই পরিস্থিতি খতিয়ে দেখতে ঘটনাস্থলে যায় ডিএসপির নেতৃত্বে পুলিশের একটি দল। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। পাশাপাশি এই ঘটনা প্রশ্ন তুলছে বিহারের আইন শৃঙ্খলা ব্যবস্থা নিয়ে।

ডিএসপি সঞ্জয় কুমার পাণ্ডে জানান, গুলিবিদ্ধ প্রভাত কুমার চৌধুরীর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রয়েছে এবং ওই ব্যক্তি পেট্রোল পাম্পে চুরির অভিযোগে অভিযুক্ত। দুই অভিযুক্তের একজনের হাতে ও অন্যজনের পায়ে গুলি লেগেছে। তাঁদের চিকিৎসা চলছে।