আগামী পয়লা সেপ্টেম্বর INDAI জোটের তৃতীয় বৈঠক। পাটনা, বেঙ্গালুরু পর এবার সেই বৈঠক হবে মুম্বইয়ে। তার জন্য ৩০ আগস্ট মুম্বই যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুম্বই সফরে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ জানালেন অমিতাভ বচ্চন ও জয়া বচ্চন। নবান্ন সূত্রে খবর, আমন্ত্রণ রক্ষা করতে ৩০ অগাস্ট বিগ-বি’র বাড়িতে যাবেন মুখ্যমন্ত্রী। পরের দিন ৩১ অগাস্ট শরদ পাওয়ারের বাড়িতে চা-চক্রেও যোগ দিতে পারেন তিনি।

মমতা বন্দ্যোপাধ্য়ায়ের সঙ্গে অভিতাভ-জয়ার সম্পর্ক খুবই ভালো। রাজ্য সরকারের উদ্যোগে প্রতি বছর কলকাতা চলচ্চিত্র উৎসবে আমন্ত্রিত থাকেন তাঁরা। গত বছরও নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে প্রদীপ জ্বালিয়ে কলকাতা চলচ্চিত্র উৎসবের উদ্বোধন করেছিলেন অমিতাভ। শুধু তাই নয়, মঞ্চে দাঁড়িয়ে নিজের পরিচয় দিয়েছিলেন ‘বাংলার জামাই’ বলে। তাঁর মুখে শোনা গিয়েছিল রবীন্দ্রনাথ ঠাকুর, সত্যজিৎ রায়ের কথা। আবার একুশের বিধানসভা নির্বাচনের আগে তৃণমূলের হয়ে প্রচারে এসেছিলেন জয়া বচ্চনও।
আরও পড়ুন- টেলি অ্যাকাডেমির মঞ্চে পুরস্কৃত গীতিকার-সুরকার মমতা বন্দ্যোপাধ্যায়! নাম ঘোষণার পরেই…








































































































































