সমস্ত হাট-বাজারের জমি সরকারি রেকর্ডে নিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। এ বিষয়ে ভূমি ও ভূমি সংস্কার দফতর সব জেলাকে স্পষ্ট নির্দেশিকা পাঠিয়েছে। প্রশাসনিক সূত্রে খবর, জমিদারি অধিগ্রহণ আইনকে প্রয়োগ করে হাট ও বাজারের ব্যক্তি মালিকানাধীন জমি সরকারের (Government) হাতে আসার কথা। কিন্তু তা অনেক জায়গাতেই হয়নি। হাওড়ার মঙ্গলা হাটে সাম্প্রতিক অগ্নিকাণ্ডের ঘটনার পর বিষয়টি সামনে আসে। ভূমি ও ভূমি সংস্কার দফতর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) অধীনে রয়েছে। সূত্রের খবর, জেলা ও শহরতলি ল্যান্ড রেকর্ড নিয়ে তিনি ক্ষুব্ধ। মুখ্যমন্ত্রীর অভিযোগ, বহু জায়গায় সরকারি জমি দখল হয়ে গিয়ছে, সেগুলো উদ্ধারে গা নেই প্রশাসনের। আবার যেগুলি সরকারের রেকর্ডে আনার কথা ছিল, তাও হয়নি।
কদিন আগে হাওড়ার মঙ্গলা হাটে অগ্নিকাণ্ড ঘটে। বাজার পুনর্নির্মাণের কাজে হাত দিয়ে সরকার জানতে পারে, মঙ্গলা হাটে জমির মালিকানা সরকারের রেকর্ডে নেই। সেই জমি সরকারের রেকর্ডে আনা হয়নি। রাজ্যে সমস্ত হাট বাজারের জমি সরকারের রেকর্ডে আনতে হবে বলে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। কারণ সরকার রাজ্যে বেশ কিছু বাজার এলাকার সংস্কার করে সেখানে পাকাপোক্ত বন্দোবস্ত করে দিতে চাইছে। তা স্থানীয় পুরসভা বা পঞ্চায়েতও করতে পারে। কিন্তু ব্যক্তি মালিকানায় থাকা জমিতে সরকার বিনিয়োগ করতে পারে না। সেই জমি সরকারের রেকর্ডে থাকতে হবে। জমি সরকারের রেকর্ডে থাকলে সেই হাট বাজারে নতুন নির্মাণ বা সংস্কারের কাজ পূর্ত দফতর বা পুর দফতর করতে পারে।