বিরাটের পর ইয়ো ইয়ো টেস্টে চমকে দিলেন শুভমন, পাশ করলেন রোহিত-হার্দিক

0
3

৩০ আগস্ট থেকে শুরু হতে চলেছে এশিয়া কাপ। আর তারই প্রস্তুতিতে ব‍্যস্ত টিম ইন্ডিয়া। এই মুহূর্তে আলুরে ক্লোজ-ডোর অনুশীলন করছেন বিরাট কোহলি, রোহিত শর্মা, শুভমন গিলরা। ক্রিকেটারদের জন‍্য এই প্রস্তুতিতে ইয়ো ইয়ো টেস্টের ব‍্যবস্থা করেছে বিসিসিআই। আর সেই পরীক্ষা পাশ করলেন রোহিত-শুভমন-হার্দিক পান্ডিয়রা। ইয়ো ইয়ো টেস্টে সকলকে চমকে দেন শুভমন গিল। তিনি স্কোর করেন ১৮.৭।

এই নিয়ে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির এক কর্তা এক সর্বভারতীয় সংবাদসংস্থাকে বলেন,”ইয়ো-ইয়ো পরীক্ষায় ১৮.৭ পেয়েছে শুভমন। বাকিরা ১৬.৫ থেকে ১৮-র মধ্যে পেয়েছে।” বৃহস্পতিবার বেঙ্গালুরুর আলুরে ফিটনেস পরীক্ষা হয় রোহিত ও শুভমন-সহ ভারতের বেশ কয়েক জন ক্রিকেটারের। নতুন নিয়ম অনুযায়ী, ইয়ো-ইয়ো পরীক্ষায় ভারতীয় ক্রিকেটারদের পাশ করার ন্যূনতম পয়েন্ট ১৬.৫। তা অতিক্রম করেছেন রোহিত ও হার্দিকরা। ১৭.২ পয়েন্ট নিয়ে পাশ করেছেন বিরাট কোহলিও।

যদিও এখনও পর্যন্ত দলের সকল ক্রিকেটারের এই পরীক্ষা হয়নি। তাদের মধ‍্যে জশপ্রীত বুমরাহ, সঞ্জু স্যামসন, প্রসিদ্ধ কৃষ্ণ, তিলক ভার্মার। শীঘ্রই হবে। তবে ইয়ো ইয়ো পরীক্ষা হয়নি কে এল রাহুলেরও। কারণ, রাহুল সবে চোট থেকে উঠেছেন। তাঁর চোট পুরোপুরি সেরেছে কি না, পরিষ্কার নয়। জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির কর্তারা যদিও তাঁর ব্যাটিংয়ে খুশি।

আরও পড়ুন:বিশ্বকাপের জন‍্য দল বেছে নিলেন স‍ৌরভ গঙ্গোপাধ্যায়, মহারাজের দলে ঠাঁই পেলেন না তিলক