পড়ুয়া মৃত্যুর প্রতিবাদে আগামী শনিবার ১২ ঘণ্টা বনধের ডাক দিল গোর্খা জনমুক্তি মোর্চা। হবে স্মরণসভাও। শুক্রবার এই কথা জানান মোর্চা নেতা দীপেন গুরুং। গত সোমবার মাটিগাড়া থানা এলাকায় একটি পরিত্যক্ত ঘর থেকে স্কুলের পোশাক পরিহিত এক নাবালিকার দেহ উদ্ধার হয়। তার প্রতিবাদেই বনধের সিদ্ধান্ত।
প্রসঙ্গত, গত সোমবার পাহাড়ের মাটিগাড়া থানা এলাকায় পরিত্যক্ত জঙ্গলের একটি ঘর থেকে উদ্ধার হয় এক ছাত্রীর দেহ। এলাকার লোকজনই দেহটি পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। তদন্তে নেমে সোমবারই এক যুবককে গ্রেফতার করে পুলিশ। সিসিটিভি ফুটেজ থেকে তদন্তকারীদের জানতে পারেন যে স্কুল ছুটির পর ওই ছাত্রীকে ওই যুবক তাঁর সাইকেলে বসিয়ে নিয়ে গিয়েছিলেন। এরপরই দফায় দফায় শুরু হয় জেরা। আর তাতেই উঠে আসে নাবালিকার উপর ধর্ষণের চেষ্টার অভিযোগ। তদন্তে আরও উঠে আসে, ঘটনার সময় ওই যুবক মদ্যপ অবস্থায় ছিলেন।
আরও পড়ুন- ডুরান্ড কাপের সেমিফাইনালে ইস্টবেঙ্গল এফসি