উত্তরে বর্ষার দুরন্ত ব্যাটিং অব্যাহত, দক্ষিণেও বৃষ্টির পূর্বাভাস

0
8

গত কয়েকদিনের ভ্যাপসা গরম কাটিয়ে বুধবার সন্ধ্যায় স্বস্তির বৃষ্টি হয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গে। তাতেই খানিকটা হলেও তাপমাত্রা অনেকটাই কমেছে। পরিবর্তন হয়েছে আবহাওয়ারও। বৃহস্পতিবারও রাজ্যজুড়ে ফের বৃষ্টি হবে বলে জানিয়েছে হাওয়া অফিস।পাশাপাশি উত্তরবঙ্গের তিনটি জেলায় প্রবল বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে।

আরও পড়ুনঃ চাঁদের মাটি ছোঁয়ার স্বপ্ন দেখেছিলেন জয়ন্ত-মানস-কৃষাণুরা,চাঁদের মাটি ছুঁতেই বঙ্গ সন্তানদের মুখে হাসি!
আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানান হয়েছে, বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের দুই ২৪ পরগনা, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, দুই বর্ধমান এবং নদিয়ায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে ভারী বৃষ্টি হবে দুই মেদিনীপুর, মুর্শিদাবাদ এবং বীরভূমে।
দক্ষিণবঙ্গের পাশপাশি উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। এরমধ্যে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে মুষলধারায় বৃষ্টি হবে। গত মঙ্গলবার থেকেই উত্তরবঙ্গের এই তিন জেলায় অতি ভারী বৃষ্টির জেরে নদীর জলেস্তর বৃদ্ধি পেয়েছে। আরও বৃষ্টি বাড়লে বন্যা পরিস্থিতি তৈরির সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যেই জারি হয়েছে কমলা সতর্কতা।
আজ সকাল থেকেই কলকাতা ও তার পার্শ্ববর্তী এলাকাগুলিতে মেঘলা আকাশ। তাপমাত্রা কমায় বেশ মনোরম আবহাওয়া রয়েছে। বুধবারের পর ফের বৃহস্পতিবারও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৮ ডিগ্রির আশপাশে ঘোরাফেরা করতে পারে।