নিয়োগ মামলায় এবার মন্ত্রী সুজিত বসুকে তলব করল সিবিআই। আগামী ৩১ আগাস্ট সকাল ১১টায় নিজাম প্যালেসে তাঁকে হাজিরার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। পুর নিয়োগ মামলার তদন্তে রাজ্যের দমকলমন্ত্রীকে ডেকে পাঠান হয়েছে। সূত্রের খবর, ধৃত অয়ন শীলের বাড়ি থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে ১৪টি পুরসভায় তল্লাশি চালায় সিবিআই।
আরও পড়ুনঃ হস্টেলের বারান্দার টবে দেদার গাঁজার চাষ, যাদবপুরকাণ্ডে ধৃতদের মোবাইল ঘেঁটে উদ্ধার ছবি
২০১৬ থেকে পুরসভায় নিয়োগে একাধিক দুর্নীতির তথ্য আসে সিবিআইয়ের হাতে। দক্ষিণ দমদম পুরসভার তৎকালীন উপ-পুরপ্রধান ছিলেন সুজিত বসু। রাজ্যের শিক্ষক নিয়োগ দুর্নীতিতে ধৃত প্রোমোটার তথা প্রযোজক অয়ন শীলের সূত্র ধরেই সর্বপ্রথম পুর নিয়োগ দুর্নীতির হদিস মেলে।
এবার এই অয়নের সঙ্গে কীভাবে মন্ত্রীর পরিচয়, কতদূর দুর্নীতি ছড়িয়েছে সেই সব প্রশ্নের উত্তর খুঁজতেই সুজিত বসুকে তলব করা হয়েছে। যদিও এ ব্যাপারে এখনও কোনও প্রতিক্রিয়া মেলেনি মন্ত্রীর।







 
 
 
 































































































































