হস্টেলের বারান্দার টবে দেদার গাঁজার চাষ, যাদবপুরকাণ্ডে ধৃতদের মোবাইল ঘেঁটে উদ্ধার ছবি

0
3

দেশের অন্যতম এলিট ক্লাস বিশ্ববিদ্যালয়ের হস্টেল নাকি সমাজ বিরোধীদের মুক্তাঞ্চল? ঘরের ভিতরে থাকেন পড়ুয়ারা, আর বাইরে বারান্দার টবে করে চলে দেদার গাঁজার চাষ। এ কোন প্রগতিশীলতা? এ কোন স্বাধীনতা? যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রমৃত্যুর তদন্ত করতে গিয়ে বেরিয়ে এল এমনই চাঞ্চল্যকর তথ্য। অভিযুক্তদের মোবাইল ফরেনসিক করে পাওয়া গিয়েছে সেই ছবি। বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ার মৃত্যুর পর হস্টেলের আবাসিকদের মোবাইল থেকে সেই ছবি মুছে ফেলা হয়। সেই ছবি উদ্ধার করা হয়েছে। যা দেখে তদন্তকারীদের চোখ কপালে উঠেছে। যাদবপুর মেইন হস্টেলের এ-ওয়ান এবং এ-টু ব্লকের বারান্দায় এই টবগুলি ছিল বলে দাবি পুলিশের। অভিযোগ, ঘটনার পর সেসব সরিয়ে দেন আবাসিকরা। সেগুলি কোথায় সরানো হয়েছে? তার সন্ধানে হস্টেলের ছাদ ও চিলেকোঠায় তল্লাশি চালান তদন্তকারীরা।

আরও পড়ুনঃ যাদবপুরে র‌্যাগিংয়ের প্রমাণ পেলেন রাজ্য মানবাধিকার কমিশনের তদন্তকারীরা

ছাত্রমৃত্যুর তদন্তে হস্টেলে থাকা বহু পড়ুয়ার মোবাইল বাজেয়াপ্ত করা হয়। সেইসব মোবাইল থেকে কোনও গুরুত্বপূর্ণ তথ্য ডিলিট করা হয়েছে কিনা তা পরীক্ষা করে দেখেন তদন্তকারীরা। সেই ডেটা এক্সট্রাকশন করতে গিয়েই দেখা গিয়েছে হস্টেলের বারান্দার টবে গাঁজার চাষ হচ্ছে। এমনটাই দাবি পুলিস সূত্রে। বাংলা বিভাগের প্রথম বর্ষের ছাত্রের অস্বাভাবিক মৃত্যুর পর তদন্তে নেমে বেশ কিছু প্রাক্তন ও বর্তমান পড়ুয়া ও আবাসিকের মোবাইল ফোন বাজেয়াপ্ত করেছিল যাদবপুর থানার পুলিশ। ঘটনার পর তাঁদের ফোন থেকে কিছু ডিলিট করা হয়েছিল কি না, তা জানতেই বাজেয়াপ্ত করা হয় সেগুলি। লালবাজার সূত্রের দাবি, সেই ফোনগুলি ফরেন্সিক বিশেষজ্ঞদের কাছে পাঠানো হয়। সেই রিপোর্ট ইতিমধ্যেই হাতে এসেছে তদন্তকারীদের। সেখানে দেখা গিয়েছে, ছাত্র মৃত্যুর ঘটনার পর আবাসিক-পড়ুয়া ও অভিযুক্তরা বহু ছবি মোবাইল থেকে ডিলিট করে দিয়েছে। সেই সব ছবি উদ্ধার করেন ফরেন্সিক বিভাগের আধিকারিকরা। পুলিশের দাবি, সেই ছবিতে দেখা যাচ্ছে, হস্টেলের বারান্দায় রয়েছে বেশ কিছু টব। তাতে গাঁজার চাষ করা হয়েছে।

এদিকে, তদন্ত উঠে এল আরও একটি চাঞ্চল্যকর তথ্য।হস্টেলের জানালায় দাঁড়িয়ে অশ্রাব্য ভাষায় প্রায়ই গালিগালাজ করে পডুয়ারা। কুৎসিত অঙ্গভঙ্গিও করা হয়। হস্টেলের পাশে থাকা পুলিশ আবাসনের আবাসিকরা জানালেন তাদের ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা। মেইন হস্টেলে ছাত্র মৃত্যুর তদন্তে উঠে এসেছে প্রথম বর্ষের ওই ছাত্রকে জানলায় দাঁড়িয়ে গালিগালাজ দিতে বাধ্য করা হতো।পুলিশের তদন্ত উঠে এসেছে প্রথম বর্ষের ওই পড়ুয়াকে ৬১ নম্বর রুমের জানালায় দাঁড়িয়ে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করতে বলা হয়েছিল।