চাঁদেই বিক্রম-প্রজ্ঞানের মৃ.ত্যু? ফেরার সম্ভাবনা নিয়ে কী বলছেন বিজ্ঞানীরা!

0
3

বুধবারই একেবারে সঠিক সময়ে চন্দ্রযান-৩ (Chandrayaan 3) চাঁদের দক্ষিণ মেরুতে সফলভাবে অবতরণ করেছে। ইতিহাস সৃষ্টি করেছে ভারত (India)। দেশের কাছে এ এক গৌরবের দিন। গোটা বিশ্বে ভারতই প্রথম দেশ, যে চাঁদের দক্ষিণ মেরুতে ইতিহাস সৃষ্টি করেছে। এবার পৃথিবীর সময়ের বিচারে চাঁদে ১৪ দিন কাজ করবে বিক্রম (Vikram) ও প্রজ্ঞান (Pragyan)। এই সময়ে চাঁদে সূর্যের আলো থাকবে। আর সেকারণেই রোভার আর বিক্রম তাদের সোলার প্যানেলে সূর্যের আলো থেকে শক্তি সঞ্চয় করবে।

কিন্তু এই ১৪ দিন পরে কী হবে? ইসরো (ISRO) জানিয়েছে, চাঁদের দক্ষিণ মেরুতে এখন দিন। সূর্যের আলো থেকে শক্তি নিয়ে কাজ শুরু করবে রোভার প্রজ্ঞান। আর যতক্ষণ সূর্যের আলো থাকবে ততক্ষণই সচল থাকবে প্রজ্ঞান। অন্যদিকে, চাঁদের মাটি থেকে ঘুরে নমুনা সংগ্রহের পাশাপাশি তেজস্ক্রিয় মৌল ও জলের অস্তিত্ব খুঁজবে। কিন্তু সূর্যের আলো চলে গেলেই নিষ্ক্রিয় হয়ে যাবে রোভার। তখন কোনও কাজ করার ক্ষমতা থাকবে না।

তবে ইসরোর বিজ্ঞানীরা সাফ জানিয়েছেন, বিক্রম-প্রজ্ঞানের মৃত্যু হবে না। ১৪ দিন পর আবার যখন সূর্যের আলোর রশ্মি দক্ষিণ পিঠে আসবে তখন আবার জেগে উঠবে তারা। এখানেই ইসরোর বড় সাফল্য। এমনভাবেই বিক্রম আর প্রজ্ঞানের যন্ত্রপাতি তৈরি হয়েছে, এতটাই আধুনিক পদ্ধতিতে গড়েছেন বিজ্ঞানীরা যে ১৪ দিন নিষ্ক্রিয় থাকার পরেও নিজে থেকেই জেগে উঠবে তারা। তবে বিক্রম আর প্রজ্ঞান কি ফের পৃথিবীতে ফিরে আসবে? বিজ্ঞানীরা জানাচ্ছেন, সেই সম্ভাবনা কম। চাঁদ থেকে আর ফিরবে না বিক্রম ও প্রজ্ঞান। চাঁদের মাটিতেই থেকে যাবে তারা।