আর ফিরবেন না পুরানো বাংলোয়, সংসদকে জানালেন রাহুল

0
3

সুপ্রিমকোর্টের(Supreme Court) নির্দেশের পর সাংসদ(MP) পদ ফিরে পেলেও পুরানো বাংলোয় ফিরতে নারাজ কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী(Rahul Gandhi)। ইতিমধ্যেই রাহুলকে ১২, তুঘলক রোডের পুরনো বাংলোয় ফেরার প্রস্তাব দিয়েছে সংসদের হাউজিং কমিটি। কিন্তু স্পষ্টভাবে সে প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ওয়েনাড়ের সাংসদ। জানালেন, নিজের পুরানো বাংলোয় আর ফিরতে চান না তিনি।

মোদি পদবি মামলায় রাহুলকে ২ বছরের কারাদণ্ড দিয়েছিল গুজরাট আদালত। যার জেরে সাংসদ পদ খুইয়েছিলেন তিনি। সাংসদ পদ খোয়ানোর মাসখানেকের মধ্যেই সাংসদ হিসেবে পাওয়া ১৮ বছরের বাড়ি ছাড়তে হয় ওয়ানড়ের সাংসদকে। সেসময় হাসিমুখেই বাংলো ছাড়েন রাহুল। বলে দেন, ‘গোটা ভারত আমার ঘর।’ ছেড়ে আসা সেই ঘর ফিরে পেলেও আর ফিরতে চান না তিনি। তবে সুপ্রিম কোর্ট রাহুলের শাস্তির নির্দেশের উপর স্থগিতাদেশ দেওয়ায় ফের সাংসদ পদ ফিরে পান তিনি। কিন্তু রাহুলের সরকারি বাংলোয় প্রত্যাবর্তন নিয়ে নতুন জটিলতা তৈরি হয়েছে। সংসদের সচিবালয় রাহুলকে তাঁর ১২, তুঘলক রোডের পুরনো বাড়িতে ফেরার প্রস্তাব দিয়েছে। তবে রাহুল বিকল্প বাড়ির সন্ধান করছেন বলে জানা গিয়েছে।

গত ১৬ আগস্ট দুপুরে বোন প্রিয়াঙ্কার (Priyanka Gandhi) সঙ্গে সফদরজং রোডের একটি বাংলো দেখতে যান রাহুল। ওই বাংলোয় একসময় থাকতেন মহারাজা রনজিৎ সিংয়ের উত্তরাধিকারীরা। সেই বাংলোতেও উঠতে পারেন ওয়ানড়ের সাংসদ। কংগ্রেসের একটি মহলের বক্তব‌্য, ভারত জোড়ো যাত্রার পর দেশজুড়ে নতুন ইমেজ তৈরি হয়েছে রাহুলের। নিজেকে নতুন রূপে প্রতিষ্ঠা করতেই হয়তো এই পদক্ষেপ। রাহুল শেষ পর্যন্ত কোন বাংলোয় যাবেন, সেটা এখনও স্পষ্ট নয়। কিন্তু পুরনো বাংলোয় যে ফিরবেন না সেটা জানিয়ে দিলেন সংসদকে।