দলবদলের শুরু থেকেই এমবাপ্পের ভবিষ্যৎ নিয়ে চলছে নানা নাটকীয়তা। পিএসজিকে চুক্তি নবিকরণ করেনি। এখন শোনা যাচ্ছে,পিএসজি এমবাপ্পেকে রেকর্ড দাম পেলেই ছাড়বে।সেই দামটি কত তা–ও জানিয়ে দিয়েছে এএস। তাদের দাবি, এমবাপ্পের জন্য পিএসজির দাবি ২৫ কোটি ইউরো। যদি এ দামে কোনও দল এমবাপ্পেকে কিনতে রাজি হয় তবে তিনিই হবেন ফুটবল ইতিহাসের সবচেয়ে দামি খেলোয়াড়। এর আগে ২০১৭ সালে বার্সেলোনা থেকে ২২ কোটি ইউরোতে নেইমারকে কিনেছিল পিএসজি। এখন পর্যন্ত বিশ্বের সবচেয়ে দামি খেলোয়াড়ের স্বীকৃতিটা নেইমারের দখলেই আছে।এদিকে এমবাপ্পের জন্য পিএসজির ২৫ কোটি ইউরো চাওয়ার বিষয়টি নিয়ে ভাবছে ভালোভাবেই রিয়াল মাদ্রিদ।
যদিও এখনও পর্যন্ত আরেক মরসুম পিএসজিতে থাকার সিদ্ধান্তে অনড় আছেন এই ফরাসি তারকা। জানা গেছে, এমবাপ্পেকে নতুন করে দলে ফেরানোর সময় তাঁকে সঙ্গে আরও এক বছর চুক্তি বাড়ানোর ব্যাপারে ঐক্যমতে পৌঁছেছে পিএসজি। তবে কাঙ্ক্ষিত দাম পেয়ে গেলে হয়তো এর আগেই তাঁকে ছেড়ে দেবে ফরাসি চ্যাম্পিয়নরা।
এর আগে এমবাপ্পের চিঠির পরিপ্রেক্ষিতে পিএসজি সাফ জানিয়ে দেয়, থাকতে হলে চুক্তি নবিকরণ করো, নয়তো এ মরসুমেই ক্লাব ছাড়তে হবে। দলের সেরা তারকাকে বিনামূল্যে ছাড়বে না তারা। দুই পক্ষের নাছোড় অবস্থানের কারণে পরিস্থিতি ক্রমেই জটিল হতে শুরু করেছে।