ভারতীয় সময় ঠিক ৬ টা বেজে ৪ মিনিটে চাঁদের মাটিতে অবতরণ করল ভারতের ল্যান্ডার বিক্রম (Vikram)। চাঁদের দক্ষিণ গোলার্ধে (South Pole of Moon) প্রথম দেশ হিসেবে ল্যান্ড করল ভারতের মহাকাশযান। ১৪০ কোটির ভারতবাসীর গর্বের মুহূর্তে বক্তব্য রাখেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। গত ১৪ জুলাই ভারত থেকে যাত্রা শুরু করেছিল চন্দ্রযান ৩ (Chandrayaan3)। প্রায় ১ মাস ১০ দিন যাত্রা করার পর ইতিহাস তৈরি করে চাঁদে পা রাখল ভারত ।মহাকাশ বিজ্ঞানে ভারতের মুকুটে নয়া পালক। উচ্ছ্বাসে ভাসলেন ইসরোর (ISRO) বিজ্ঞানীরা।
সফল ভাবেই চাঁদের মাটি ছুঁয়ে ফেলল ভারতের পাঠানো ল্যান্ডার বিক্রম। মিশন চন্দ্রযান ৩ একশো শতাংশ সফল। এবার ঘণ্টা দুয়েকের মধ্যে রোভার প্রজ্ঞানের বেরিয়ে আসার পালা। সময়ের কিছুটা আগেই চাঁদের মাটিতে পা রাখল চন্দ্রযান-৩। বর্তমানে চাঁদের দক্ষিণ মেরুতে রয়েছে এই যানটি। ইসরো প্রধান এস সোমনাথ চাঁদে চন্দ্রযান-৩ এর সফল সফট ল্যান্ডিং নিয়ে বলেছেন, “এই মুহূর্তে চাঁদের দক্ষিন মেরুতে রয়েছে চন্দ্রযান-৩।” চাঁদে অবতরণের সময় গতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রাখতে সফল হন বিজ্ঞানীরা। আগামী ১৪ দিন রোভার থাকবে চাঁদের বুকে। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকেই ভারতের এই সাফল্যে শুভেচ্ছা জানানো হচ্ছে। ইতিমধ্যেই আতসবাজি পুড়িয়ে ভারতের সাফল্য উদ্যাপনে মেতেছেন সাধারণ মানুষ। আবেগে ভেসেছেন সাধারণ মানুষ থেকে ইসরোর বিজ্ঞানীরা।