আর কিছু সময়ের অপেক্ষা। তারপরে চাঁদের মাটি ছোঁবে লেন্ডার বিক্রম। তার আগেই বিশ্ববাংলা বেলা প্রাঙ্গণে ক্ষুদ্র শিল্প সম্পর্কিত অনুষ্ঠানে ইসরোর বিজ্ঞানীদের আগাম শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তাঁর কথায় এটা ভারতের কাছে অত্যন্ত গর্বের দিন। তিনি আশাবাদী সমস্ত বাধা বিপত্তি পেরিয়ে সঠিক সময়ে চাঁদের মাটিতে পা রাখবে ‘বিক্রম’ (Vikram)।

এর আগে চাঁদের দক্ষিণ মেরুতে যায়নি কোনও দেশ। রাশিয়া লুনা ২৫ পাঠানোর চেষ্টা করে। সবকিছু ঠিক থাকলে কুড়ি তারিখে সেই মহাকাশ যান পৌঁছে যেত চাঁদে। কিন্তু সেই অভিযান ব্যর্থ হয়। এখন সারা পৃথিবীর নজর ভারতের দিকে। মুখ্যমন্ত্রী বলেন, এই সাফল্যের দাবিদার ইসরোর বিজ্ঞানীরা। দিনরাত এক করে, নাওয়া-খাওয়া ভুলে তাঁরা এই অভিযানের জন্য কাজ করেছেন।

মঙ্গলবার সন্ধেয় টুইটে মুখ্যমন্ত্রী লেখেন, “চন্দ্রযান ৩ অভিযান গোটা দেশের জন্য একটা গর্বের ব্যাপার। ইসরোর এই দল ভারতের। তাদের কঠোর পরিশ্রম দেশের অগ্রগতির সাক্ষ্য বহন করে। এই অগ্রগতি এসেছে জনগণ, বিজ্ঞানী ও অর্থনীতিবিদদের দ্বারা। কোনও একটা রাজনৈতিক দলের জন্য নয়।“ তিনি আরও লেখেন, “গোটা দেশের সঙ্গে পশ্চিমবঙ্গের বিজ্ঞানীরাও এই অভিযানে অবদান রেখেছেন। চন্দ্রাভিযানকে যারা উচ্চতার শিখরে নিয়ে গিয়েছেন, তাদের কঠোর শ্রমকে আমি সাধুবাদ জানাই।“












































































































































