এবার বিশ্ববাংলা শিল্প সম্মেলনে মূল আকর্ষণ হবে MSME। বুধবার, বিশ্ববাংলা বেলা প্রাঙ্গণে ক্ষুদ্র-মাঝারি শিল্প সমন্বয় প্রদর্শনীতে একথা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তিনি বলেন, দেশ-বিদেশের বিভিন্ন জায়গা থেকে শিল্পোদ্যোগীরা এবারের BGBS-এ অংশ নেবেন।

মুখ্যমন্ত্রী বলেন, আগামী দিনে রাজ্য সরকার নুঙ্গিতে দর্জি হাব করতে চলেছে। এছাড়াও প্রায় ১ কোটি কর্মসংস্থানের ব্যবস্থা হচ্ছে। এদিন মিলনমেলায় তাঁত ও হস্তশিল্পের যে পশরা বসেছে মুখ্যমন্ত্রী তা ঘুরে দেখেন, কেনাকাটাও করেন। এদিনের মঞ্চ থেকে ‘বাংলার শাড়ি’র দুটি বিপণি উদ্বোধন করেন। যার একটি ঢাকুরিয়ার দক্ষিণাপণে অন্যটি দিঘায়। তাঁর নির্দেশ, আগামী দিনে সব জেলাতেই বাংলার শাড়ির আউটলেট হবে। জায়গা দেবে রাজ্য সরকারই।

এদিন মুখ্যমন্ত্রী ক্ষুদ্র ব্যবসার সঙ্গে যুক্ত সকলকে আইকার্ড দেওয়ার ব্যবস্থা করার নির্দেশ দেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদিকে। তাঁর সাফ কথা, পুলিশ যেন কোনও অবস্থাতেই এদের থেকে টাকা না নেয়। যদি নেয় তাহলে সরাসরি মুখ্যমন্ত্রী ফোন নম্বরে অভিযোগ জানাবেন। এদিন পাঁচ জেলায় পাঁচটি সবুজ আতসবাজি ক্লাস্টারের উদ্বোধন করেন। এছাড়াও ভবিষ্যৎ ক্রেডিট কার্ড উদ্বোধন করে মঞ্চ থেকে এছাড়াও ২২ জন ক্ষুদ্র শিল্পদ্যোগীর হাতে সেই কার্ড তুলে দেন।












































































































































