র‌্যা.গিং বিতর্কের মধ্যেই যাদবপুর ক্যাম্পাসে সেনার পোশাকে একঝাঁক তরুণ-তরুণী! কী পরিচয় তাঁদের?

0
2

মেইন হস্টেলে ছাত্রমৃত্যুকে কেন্দ্র করে এখনও তোলপাড় যাদবপুর বিশ্ববিদ্যালয়। প্রশ্ন উঠছে, বহিরাগতদের অবাধ যাতায়াত ও পড়ুয়াদের নিরাপত্তা নিয়ে। সেই আবহে এবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবাক কাণ্ড। আচমকা দেখা মিলল ভুয়ো উর্দিধারীদের একঝাঁক তরুণীর।

কিন্তু এরা কারা? পুলিশ নাকি ভারতীয় সেনা, আধাসেনার কর্ম? উত্তর কোনটাই নয়। তাহলে কী পরিচয় জলপাই পোশাকের এই তরুণীদের? জানা গেল, দক্ষিণ ২৪ পরগনার এক স্বেচ্ছাসেবী ও মানবাধিকার সংগঠনের পক্ষ থেকে এসেছেন তাঁরা। নকল সেনার পোশাক পরে আসা এই দলের নেতা বলছেন “আমরা বিশ্ব শান্তি সেনা।” কে ডেকেছেন তাঁদের? যাদবপুরে নিরাপত্তা বিধানের জন্য নিজেরাই এসেছেন বলে জানাচ্ছেন তাঁরা।

কিন্তু যখন ছাত্রমৃত্যু নিয়ে উত্তাল বিশ্ববিদ্যালয়, তখন এই ভুয়ো ভুয়ো উর্দিধারীদের কীভাবে বিনা বাধায় ক্যাম্পাসে প্রবেশাধিকার পেলেন? তারা নাকি যাদবপুরের র‌্যাগিং সংস্কৃতি শেষ করতে এসেছে। কড়া হাতে পরিস্থিতি সামলাবে বলেও দাবি করছেন। কিন্তু কে পাঠাল তাদের, কাদের থেকে অনুমতি নিয়ে সেনার পোশাক পরেছেন তারা, এই প্রশ্নের উত্তর কিন্তু স্পষ্ট করে দিতে পারেননি তাঁরা।

আরও পড়ুন- এমবাপ্পের জন্য পিএসজির দাবি ২৫ কোটি ইউরো!