ক্ষুদ্র ব্যবসায়ীদের আইকার্ড, পুলিশি হে.নস্থার বিরুদ্ধে ক.ড়া হুঁ.শিয়ারি মুখ্যমন্ত্রীর

0
3

ক্ষুদ্র ব্যবসার সঙ্গে যুক্ত সকলকে আইকার্ড (I-Card) দেওয়ার ব্যবস্থা করার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বুধবার, বিশ্ববাংলা মেলা প্রাঙ্গণের অনুষ্ঠানে এই নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। ক্ষুদ্র ব্যবসায়ীদের কোনও অবস্থাতেই যেন পুলিশি হেনস্থার শিকার হতে না হয়, সে বিষয়ে সতর্ক করেছেন মুখ্যমন্ত্রী।

এদিন, মুখ্যমন্ত্রী ক্ষুদ্র ব্যবসার সঙ্গে যুক্ত সকলকে আইকার্ড দেওয়ার ব্যবস্থা করার নির্দেশ দেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীকে। তিনি স্পষ্ট জানান, পুলিশ যেন কোনও অবস্থাতেই এঁদের থেকে টাকা না নেয়। আর যদি সেরকম কিছু হয়, তাহলে ‘সরাসরি মুখ্যমন্ত্রী’-তে ফোন করে অভিযোগ জানাতে বলেন মমতা। তিনি বলেন, একজন রাস্তায় এখটা কাপড় বিক্রি করছেন বা ছোট ব্যবসা করছেন- তাঁদের থেকে কেন টাকা নেওয়া হবে! এরকম কিছু হলে সরাসরি মুখ্যমন্ত্রীতে ফোন করে অভিযোগ জানানোর নির্দেশ দেন মমতা।

পাঁচ জেলায় পাঁচটি সবুজ আতসবাজি ক্লাস্টারের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। এছাড়াও ভবিষ্যৎ ক্রেডিট কার্ড উদ্বোধন করে মঞ্চ থেকে এছাড়াও ২২ জন ক্ষুদ্র শিল্পদ্যোগীর হাতে সেই কার্ড তুলে দেন।

আরও পড়ুন- গরিবকে ভাতে মেরে পুঁজিবাদীদের তাবেদারি! মোদি সরকারের নীতিকে তোপ অমিত মিত্রের