বিএসএফ-র গু.লিতে ঝাঁ.ঝরা বাংলাদেশি যুবক! মালদহে উ.ত্তেজনা

0
3

বিএসএফের (BSF) গুলিতে ফের মৃত্যু হল এক বাংলাদেশির (Bangladeshi)। মালদহের কালিয়াচকের (Maldah) ঘটনা। স্থানীয় ও বিএসএফ সূত্রে খবর, মঙ্গলবার রাতে কালিয়াচক থানার নওদা এলাকায় বিএসএফ-র ৭০ নম্বর ব্যাটেলিয়ানের জওয়ানরা অন্যান্য দিনের মতো সীমান্তে নজরদারি চালাচ্ছিলেন। বিএসএফ সূত্রে খবর, গভীর রাতে তাঁরা ডিউটি চলাকালীন দেখতে পান কয়েকজন যুবক কাঁটা তার পেরিয়ে ওপার থেকে এপারে প্রবেশ করছেন। রুটিন মাফিক তাঁদেরকে থামার জন্য সতর্ক করা হলেও লাভের লাভ হয়নি। এরপরই কর্মরত ভারতীয় সীমান্তরক্ষীরা গুলি চালালে একজনের বুকে গুলি লাগে। বাকি দুষ্কৃতীরা পালিয়ে যায় বলে অভিযোগ।

মঙ্গলবার রাতেই কর্মরত জওয়ানরা মৃতদেহ উদ্ধার করে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসেন। সেখানে তাকে মৃত বলে ঘোষণা করা হয়। তবে এখনও পর্যন্ত ওই সন্দেহভাজন বাংলাদেশির নাম পরিচয় জানা যায়নি। তার পরিচয় জানার চেষ্টা করছে স্থানীয় পুলিশ ও বিএসএফ। বর্তমানে মৃতদেহ ময়নাতদন্তের জন্য মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। বিষয়টি জানাজানি হতেই চাঞ্চল্য ছ়ড়িয়ে পড়ে এলাকায়।

বিএসএফ সূত্রে খবর, এখনও সীমান্তে পাচারকারিরা সমানভাবে সক্রিয়। সেকারণেই আরও কড়াকড়ি হচ্ছে নজরদারি। বেগতিক কিছু দেখলেই কড়া পদক্ষেপ করছেন বিএসএফ জওয়ানরা।