ইতিহাস গড়ে বুধবার নির্দিষ্ট সময়েই চাঁদের মাটিতে সফল অবতরণ করেছে চন্দ্রযান ৩ এর ল্যান্ডার বিক্রম। চূড়ান্ত পর্যায়ের এই অবতরণ প্রক্রিয়ায় সময় লেগেছে ১৯ মিনিট। আর চন্দ্রপৃষ্ঠে অবতরণের পর কেমন দেখতে লাগছে সেই এলাকা, সেই ছবি তুলে পাঠাল বিক্রমের ল্যান্ডিং ইমেজার ক্যামেরা। ছবিতে দেখা যাচ্ছে, চন্দ্রপৃষ্ঠে তুলনামূলক সমান অংশ বা ফ্ল্যাট রিজিয়ন বেছে নিয়েছে চন্দ্রযান ৩। ছবিতে দেখা গিয়েছে ইসরোর পাঠানো মহাকাশযানের ল্যান্ডিং সাইটের অংশবিশেষ। চাঁদের দক্ষিণ মেরুর কাছাকাছি অঞ্চলে সফলভাবে অবতরণ করেছে চন্দ্রযান ৩।
প্রসঙ্গত, বুধবার নির্দিষ্ট সময়েই চাঁদের মাটিতে সফল অবতরণ করে ল্যান্ডার বিক্রমের। চূড়ান্ত পর্যায়ের এই অবতরণ প্রক্রিয়ায় সময় লেগেছে ১৯ মিনিট। তৈরি হয়েছে ইতিহাস। বুধবার ঠিক সন্ধ্যা ৬ টা ৪ মিনিটে হাসি আর গর্বের মেলবন্ধন উজ্জ্বল করল ভারতের তেরঙ্গাকে। এখনও পর্যন্ত পূর্বতন সোভিয়েত ইউনিয়ন, মার্কিন যুক্তরাষ্ট্র ও চিন চন্দ্রপৃষ্ঠে সফলভাবে তাদের মহাকাশযান নামাতে পেরেছিল। চন্দ্রযান-৩ সফল হওয়ায় ভারত এই তালিকার চতুর্থ দেশ হল। আর চাঁদের দক্ষিণ মেরু আবিষ্কারের পুরো কৃতিত্ব পকেটে পুরে নিল ইসরো। আর দেশ তথা ইসরোর এমন সাফল্যে উচ্ছ্বসিত সকলেই।
আরও পড়ুন- সৌজন্যের রাজনীতি: প্র.য়াত বিজেপি বিধায়কের বাড়িতে ধূপগুড়ির তৃণমূল প্রার্থী নির্মল চন্দ্র রায়