বঙ্গ বিজেপি নেতারা দম থাকলে বলুন বঙ্গভঙ্গ নিয়ে তারা একমত, তোপ কুণালের

0
1

বিজেপি তরফ থেকে বঙ্গভঙ্গের যে দাবি ফের জানানো হয়েছে তার তীব্র বিরোধিতা করছে তৃণমূল । জানালেন, তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। তিনি বলেন, এটা বিজেপির চক্রান্ত। এটা বিজেপি বলতে চায় যে বাংলাকে ভাগ করতে হবে। আমরা বলছি, পাহাড় থেকে সাগর অটুট বাংলা, এক বাংলা , ঐক্যের বাংলা।

মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে যেভাবে বাংলা এগিয়ে যাচ্ছে , তাতে মানুষ খুশি। তারই বহিঃপ্রকাশ এবারের পঞ্চায়েত নির্বাচনে দেখা গিয়েছে।
এর থেকে বোঝা যায়, বাংলার মানুষ বঙ্গভঙ্গের এই মনোভাবকে প্রত্যাখ্যান করছেন। যারা উত্তরবঙ্গ,কোচবিহার ভাঙ্গার কথা বলছেন তাদের বাংলার মানুষ প্রত্যাখ্যান করছেন।

কুণালের চ্যালেঞ্জ , বিজেপি নেতাদের যদি ক্ষমতা থাকে তবে সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ বলুন না, যে তারা অনন্ত মহারাজের বক্তব্যের সঙ্গে একমত।
কুণালের চ্যালেঞ্জ, বিজেপি নেতারা মুখে এক কথা বলেন আর তলে তলে বাংলাকে ভাগ করার কথা বলে যাচ্ছেন। এটা একটা বৃহৎ ষড়যন্ত্র। এর সঙ্গে একাধিক কেন্দ্রীয় এজেন্সিকে যুক্ত করা হয়েছে।
যাদবপুর কাণ্ডে ১০০% দায়ী রাজ্যপাল, শিক্ষামন্ত্রীর এই মন্তব্যকে একেবারে সঠিক বলে স্পষ্ট জানিয়েছেন তৃণমূল মুখপাত্র।
রাজ্যের বিরোধী দলনেতাকে কটাক্ষ করে কুণাল বলেন, শুভেন্দু তো বাংলাটা বুঝতে পারে না। শিক্ষামন্ত্রী একবারও বলেননি ‍্যাগিং করাটা সঠিক। তাই এসব মনগড়া কথা বলে নাটক করে কোনও লাভ নেই।