বিধ্বং.সী টুইটে শুভেন্দুকে চ্যা.লেঞ্জ অভিষেকের, ধরাশায়ী বিরোধী দলনেতা

0
1

বিধ্বংসী টুইটে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে চ্যালেঞ্জ জানালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। একের পর এক টুইট বাণে ধরাশায়ী শুভেন্দু। রাজনৈতিক প্রতিহিংসার জেরে ইডি প্রেস বিবৃতিতে তৃণমূলের সর্বভাতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhisekh Banerjee) নাম নিতেই তাঁকে কটাক্ষ করে টুইট করেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। তার পালটা তোপ দাগেন অভিষেক। নারদা কাণ্ডে শুভেন্দু অধিকারীর ঘুষ নেওয়ার দৃশ্যের ছবি টুইট করে লেখেন, ”বিবেক জাগ্রত করতে এই ছবিই যথেষ্ট।” কিন্তু বিষয়টা এখানেই থেমে থাকেনি। এরপর শুরু হয় রীতিমতো টুইট যুদ্ধ। একের পর এক টুইট করতে থাকেন অভিষেক-শুভেন্দু। তবে অভিষেকের লাগাতার আক্রমণে ধরাশায়ী বিরোধী দলনেতা।

অভিষেক লেখেন, “আমি কি জানতে পারি, কবে আপনি হেঁটে এজেন্সির দফতরে যাবেন?” প্রথমে ছবি পোস্ট করে টুইট করেন অভিষেক। কিন্তু তখন নারদকাণ্ডের দায় এড়ানোর চেষ্টা করেন শুভেন্দু। এরপরেই স্টিং অপারেশনের ফুটেজ টুইট করেন অভিষেক। তাতে স্পষ্ট ‘৫ লাখ’ কথাটা শোনা যাচ্ছে। অভিষেক লেখেন, “প্রধানমন্ত্রীর সচিবালয় ও ইডির ডিরেক্টরকে চ্যালেঞ্জ করছি নারদ কাণ্ডে সমস্ত অভিযুক্তর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। তা শুরু হোক আপনার থেকে।”

এরপর ফের জবাব দেন শুভেন্দু, পাগল তোলেন তৃণমূল নেতৃত্বে দিকে। তার কড়া জবাব দেন অভিষেক। সরাসরি লেখেন, “একজন ইডি-সিবিআই থেকে বাঁচতে নিজের বাবা-ভাইকেও দর কষাকষিতে নামিয়েছেন। তাঁর অন্যের আত্মীয়দের নিয়ে কথা বলা সাজে না। সেইসঙ্গে খোঁচা দিয়ে আরও লিখেছেন, তাঁরা যেন কোন দলে রয়েছেন?”

বেকায়দা বুঝে অভিষেকের বিরুদ্ধেই পাল্টা কথা ঘোরানোর অভিযোগ তুলে টুইট করেন বিরোধী দলের নেতা স্ট্রেট ব্যাটে তার উত্তর দেন অভিষেক। স্পষ্ট লেখেন, “সব প্রশ্নের উত্তর দিতে আমি প্রস্তুত। আপনি শুধু জায়গা আর সময় বলুন। আমি ওই অডিও টেপ নিয়েও আসব যেটায় কয়লা কাণ্ডে অভিযুক্তর সঙ্গে আপনার কথোপকথন শোনা গিয়েছে।” ব্যাস এই উত্তরেই কুপোকাত শুভেন্দু অধিকারী এর পাল্টা কোন টুইট করার সাহস দেখাননি তিনি।

আরও পড়ুন- সৌজন্যের রাজনীতি: প্র.য়াত বিজেপি বিধায়কের বাড়িতে ধূপগুড়ির তৃণমূল প্রার্থী নির্মল চন্দ্র রায়