গতকাল ঘোষণা হয়েছে আসন্ন এশিয়া কাপের জন্য ভারতীয় দল। ১৭ জনের দলে চোট সারিয়ে ফিরে এসেছেন শ্রেয়স আইয়র এবং কে এল রাহুল। দলে নতুন এসেছেন তিলক ভার্মা। আইপিএলে দুরন্ত খেলার সুবাদে ভারতের টি-২০ দলে সুযোগ পান তিলক। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভারতের টি-২০ দলে সুযোগ পান তিনি। ক্যারিবিয়ানদের বিরুদ্ধে দুরন্ত পারফরম্যান্স করেন তিলক। পাঁচ ম্যাচে ১৭৩ রান করেন ভারতের এই তরুণ তুর্কি। সেই সিরিজে সব থেকে বেশি রান তাঁর ব্যাট থেকেই আসে। আর সেই সিরিজে ভালো খেলার সুবাদেই এশিয়ার কাপের জন্য দরজা খুলে গেল তিলকের কাছে। আর এশিয়া কাপে সুযোগ পেয়ে অবাক ভারতের এই তরুণ ক্রিকেটার। বললেন, ভাবতেই পারছি না যে, এক দিনের ক্রিকেটে আমার অভিষেক এশিয়া কাপে হতে পারে।
তিলক বলেন,” ভাবতেই পারছি না যে, এক দিনের ক্রিকেটে আমার অভিষেক এশিয়া কাপে হতে পারে। একদিনের ক্রিকেটে ভারতের হয়ে খেলব, সেই বিশ্বাস আমার ছিল। কিন্তু ভাবিনি এশিয়া কাপের মতো প্রতিযোগিতায় সেটা হতে পারে। টি-২০ অভিষেক হয়েছে যে বছর, সেই বছরেই যে এক দিনের ক্রিকেটেও খেলার সুযোগ, আমার কাছে পুরোটাই স্বপ্নের মতো।”
এরপরই তিলক আরও বলেন,” রোহিত ভাই সব সময় আমার পাশে দাঁড়িয়েছে। আইপিএলেও যখন আমি প্রথমবার খেলতে গিয়েছিলাম, তখনও রোহিত ভাই আমাকে চাপ নিতে বারণ করেছিল। যে কোনও সময় আমি ওর সঙ্গে কথা বলতে পারি। কোনও সমস্যা হলেই যেতে পারি রোহিত ভাইয়ের কাছে। পাঞ্জাব কিংসের বিরুদ্ধে একটি ম্যাচে আউট হয়ে মনখারাপ হয়ে গিয়েছিল। সেই সময় রোহিত ভাই আমার সঙ্গে কথা বলেছিল। সেটাই আমাকে প্রচণ্ড সাহায্য করেছিল।”
আরও পড়ুন:এশিয়া কাপে ভারতের দল নিয়ে কী বললেন সৌরভ গঙ্গোপাধ্যায়?