সাতসকালে দুর্ঘটনা! নিয়ন্ত্রণ হারিয়ে একটি লরি সোজা উঠে গেল সেতুর পাশের রেললাইনে। এরপর মালগাড়ির সঙ্গে লরির সংঘর্ষে দুমড়েমুচড়ে যায় লরির সামনের অংশটি। লরির ধাক্কায় ছিটকে গিয়েছে একটি মালবাহী ট্র্যাক্টরও। তবে এই ঘটনায় এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর মেলেনি।পলাতক লরির চালক।মঙ্গলবার ভয়াবহ এই দুর্ঘটনাটি ঘটেছে মালদহের ফারাক্কা সেতুতে।
আরও পড়ুনঃ বাড়ি ফেরার পথে দু.ষ্কৃতীদের গু.লিতে প্রাণ গেল মহম্মদবাজারের ব্যবসায়ীর! তদন্তে পুলিশ
মঙ্গলবার ভোরে মালদহ থেকে ফরাক্কার দিকে যাচ্ছিল ১৪ চাকার ওই লরিটি। পাশের রেললাইনে একটি মালগাড়িও একই অভিমুখে এগোচ্ছিল। উল্টো দিকে ফারাক্কা থেকে মালদহে যাচ্ছিল একটি মালবাহী ট্র্যাক্টর। অভিযোগ, গতিবেগ বেশি থাকায় আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে লরিটি ট্র্যাক্টরটিকে সজোরে ধাক্কা মারে। সেই ধাক্কায় ছিটকে সেতুর রেলিংয়ের দিকে এগিয়ে যায় ট্র্যাক্টর।দুমড়েমুচড়ে যায় সেটি।এখানেই শেষ নয়, লরিটি গতি এতটাই বেশি ছিল যে, ট্র্যাক্টরটিকে ধাক্কা মারার পর লরিটি সেতু অতিক্রম করে আরও এগিয়ে গিয়ে পাশের রেললাইনের উপর উঠে পড়লে পিছন থেকে আসা মালগাড়ির সঙ্গে সংঘর্ষ হয়।
সাতসকালে ১৪ চাকার লরির সঙ্গে প্রথমে ট্র্যাক্টর ও পরে মালগাড়ির সঙ্গে সংঘর্ষের ঘটনা দেখতে ঘটনাস্থলে পৌঁছয় বহু মানুষ। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। এ ছাড়া, রেলকর্তারাও দুর্ঘটনাস্থল পরিদর্শনে গিয়েছিলেন।