প্রাথমিক টেটের ছয় নম্বর দেওয়ার মামলা ফের ফিরল বিচারপতি গঙ্গোপাধ্যায়ের বেঞ্চে

0
1

২০১৪ সালে প্রাথমিক টেটের ছয় নম্বর দেওয়ার মামলা ফের ফিরল কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের একক বেঞ্চেই। মঙ্গলবার কলকাতা হাইকোর্টের বিচাররপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ এই মামলা ফেরত পাঠাল বিচারপতি গঙ্গোপাধ্যায়ের একক বেঞ্চে। হাইকোর্টের ডিভিশন বেঞ্চ এদিন ফের পর্যবেক্ষণে জানায়, ২০১৪ সালের প্রাথমিক টেটের প্রশ্ন ভুল মামলায় সব প্রার্থীকে ছয় নম্বর দেওয়ার নির্দেশ সঠিক।

প্রসঙ্গত, এর আগে প্রাথমিকের প্রশ্ন ভুল মামলায় ২০১৪ সালের টেটের সব পরীক্ষার্থীকে ৬ নম্বর দেওয়ার জন্য নির্দেশ দিয়েছিল বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চ।সেই নির্দেশের পর প্রাথমিক শিক্ষা পর্ষদকে তিন সপ্তাহের সময়সীমা বেধে দিয়েছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। নির্দেশ দিয়েছিলেন, তিন সপ্তাহের মধ্যে প্যানেল তৈরি করে ইন্টারভিউ নেওয়ার ব্যবস্থা করার জন্য।

বিচারপতি গঙ্গোপাধ্যায়ের একক বেঞ্চের নির্দেশের প্রেক্ষিতে ফের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ। সেই মামলা যায় বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চে। মঙ্গলবার বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চে ওই মামলার শুনানি ছিল। সেই মামলাই ফের আগের বেঞ্চে ফেরত পাঠানো হল।

তবে এদিন প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে জানানো হয় যে তাদের হলফনামা হাইকোর্টের একক বেঞ্চে গ্রহণ করা হয়নি। সেই আবেদনের প্রেক্ষিতে ডিভিশন বেঞ্চের নির্দেশ, পর্ষদ একক বেঞ্চে হলফনামা দিয়ে নিজেদের বক্তব্য জানাতে পারবে। সেই হলফনামা দেখার পর প্রয়োজনীয় সিদ্ধান্ত নেবেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।