স্কুল পড়ুয়ার উপর যৌন নির্যাতনের চেষ্টা, পরে ইট দিয়ে আঘাত করে তাঁকে প্রাণে মারা হয়। ঘটনার ৬ ঘণ্টার মধ্যেই পুলিশের জালে মূল অভিযুক্ত। প্রাথমিক জেরায় শিলিগুড়ি (Siliguri) মহকুমার লেলিন কলোনির বাসিন্দা মহম্মদ আব্বাস (Md. Abbas) খুনের কথা স্বীকার করেছেন বলে পুলিশ সূত্রে খবর। সোমবার রাতেই তাঁকে গ্রেফতার করা হয়।
নাবালিকার বাড়ি থাপড়াইল এলাকায়। জানা যায় স্কুল ছুটির পর হাঁটা পথেই ওই ফাঁকা জায়গায় পৌঁছেছিলেন নাবালিকা। সঙ্গে সাইকেলে চেপে ওই যুবক গল্প করতে-করতে ফাঁকা জায়গায় দিকে গিয়েছিল। পুলিশ জানিয়েছে যে ঝোপ জঙ্গলে ভরা ঘরে নাবালিকাকে নিয়ে যায় অভিযুক্ত। এরপরই ধর্ষণের চেষ্টা করলে নাবালিকা বাধা দেয়।এরপরই ইট দিয়ে নাবালিকার মাথা থেঁতলে দেয় অভিযুক্ত। ঘটনার তদন্তে নেমে সিসি ক্যামেরার ফুটেজ-সহ বিভিন্ন তথ্য প্রমাণের ভিত্তিতে রাত একটা নাগাদ বাড়ি থেকেই মহম্মদ আব্বাসকে গ্রেফতার করা হয়।