বাইকে চেপে বাড়ি ফেরার পথে দুষ্কৃতীদের গুলিতে ঝাঁঝরা এক ক্রাশার মালিক। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর ।সোমবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে বীরভূমের মহম্মদবাজারে।
আরও পড়ুনঃ“নৃ.শংস-অ.ত্যাচারী বাম-অতিবাম ছাত্র সংসদ”, যাদবপুরে মৃ.ত পড়ুয়ার পরিবারের পাশে টিএমসিপি
পুলিশ সূত্রে জানা গেছে, মৃত ব্যক্তির নাম তাপস দাস (৩২)। বাড়ি বীরভূমের কাপিষ্ঠার কেন্দ্রসড়াই গ্রামে। সোমবার বাইকে চেপে বাড়ি ফেরার পথে তাঁর উপর হামলা চালায় একদল দুষ্কৃতী।ব্যবসায়ীকে লক্ষ্য করে চালানো হয় একের পর এক গুলি। রক্তাক্ত অবস্থায় ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন ওই ব্যক্তি। সঙ্গে সঙ্গেই এলাকা থেকে চম্পট দেয় ওই দুষ্কৃতীরা।
খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে ক্রাশার মালিকের দেহ উদ্ধার করে। দেহটিকে ময়নাতদন্তের জন্য সিউড়ি সদর হাসপাতালে পাঠানো হয়েছে। কে বা কারা এই নৃশংসভাবে ক্রাশার মালিককে গুলি করল তা এখনও স্পষ্ট পুলিশের কাছে স্পষ্ট নয়।ইতিমধ্যেই ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।







 
 
 
 































































































































