কলকাতা লিগে জয়ের ধারা অব‍্যাহত লাল-হলুদের, কাস্টমসকে হারাল ১-০ গোলে

0
5

কলকাতা লিগে জয়ের ধারা অব‍্যাহত ইমামি ইস্টবেঙ্গল এফসির। এদিন কলকাতা লিগে  ক‍্যালকাতা কাস্টমসকে হারাল ১-০ গোলে। এই জয়ের ফলে কলকাতা লিগের সুপার সিক্সে নিজেদের জায়গা পাকা করে ফেলল লাল-হলুদ ব্রিগেড। ম্যাচে একেবারেই শেষ মূহুর্তে গোল পায় বিনু জর্জের দল। ম্যাচের একেবারে শেষ লগ্নে গোল করেন সুপার সাব মহিতোষ রায়।

ম‍্যাচে এদিন শুরু থেকেই চলে আক্রমণ প্রতি আক্রমণের লড়াই। তবে আক্রমণে গেলেও, প্রথমার্ধে গোলের দরজা খুলতে ব‍্যর্থ হয় লাল-হলুদ। প্রথমার্ধে ম‍্যাচ থাকে গোলশূন‍্য। দ্বিতীয়ার্ধে আক্রমণের ঝাঁঝ বাড়ায় ইস্টবেঙ্গল। পাল্টা আক্রমণ চালায় ক্যালকাটা কাস্টমস। ক‍্যালকাটা কাস্টমসে বিষ্ণু আবারও ফাঁকায় গোল পেয়ে গিয়েছিলেন। কিন্তু আদিত্য পাত্র দারুণ সেভ দিয়ে বাঁচিয়ে দেন। ম্যাচের ৬২ মিনিটে সুযোগ নষ্ট করে কাস্টমস। দুটো হলুদ কার্ড দেখে মাঠের বাইরে চলে যান বিশ্বজিৎ হেমব্রম। ম্যাচের ৭১ মিনিটে ১০ জন হয়ে যায় কাস্টমস। এরপর পাল্টা আক্রমণে ঝাপায় বিনু জর্জের দল। যার ফলে ৮৭ মিনিটে মহিতোষের গোলে এগিয়ে যায় ইস্টবেঙ্গল।

আরও পড়ুন:প্রকাশিত ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালের সূচি, কঠিন লড়াই বাগানের সামনে