যোগীরাজ্যে ফের বর্ণবিদ্বেষের ঘটনা প্রকাশ্যে! দলিত ব্যক্তি উচ্চবর্ণের হুকুম না মানায় এবং তার স্পষ্ট উত্তর দেওয়ার ‘অপরাধে’ খুন হতে হল দলিত ব্যক্তিকে।নৃশংস এই ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের বান্দায়।মুখে কুলুপ প্রশাসনের। ঠিক কী ঘটেছিল?
আরও পড়ুনঃ ফের বর্ণবিদ্বেষের অভিযোগ উঠল ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে
রবিবার বাড়ির দাওয়ায় বসে খোশমেজাজে গল্প করছিলেন দলিত এক ব্যক্তি। তাঁকে মদ আনতে বলেন উচ্চবর্ণের এক ব্যক্তি। কিন্তু মদ আনতে পারবেন না বলে সাফ জানায় ওই দলিত ব্যক্তিটি। মুখের উপর দলিত যুবকের এমন জবাবকে ঘোরতর ‘অপরাধ’ বলে তাঁকে চাকু দিয়ে কুপিয়ে খুন করেন উচ্চবর্ণের ব্যক্তিটি।খুনের পরও অপরাধবোধের প্রশ্নই নেই। দলিত ব্যক্তিটিকে রক্তাক্ত অবস্থায় ফেলে সেখান থেকে চম্পট দেন ওই ব্যক্তি।
পুলিশ সূত্রে খবর, বান্দার জাউরাহি গ্রামের বাসিন্দা প্রেমচন্দ্র। গত রবিবার তিনি বাড়ির দাওয়ায় বসেছিলেন। অভিযোগ, সেখানে রাজু নামে এক ব্যক্তি তাঁকে দেখতে পেয়ে মদ আনার হুকুম দেন। কিন্তু প্রেমচন্দ্র রাজি হননি। তিনি জানিয়ে দেন, মদ আনতে যেতে পারবেন না। একজন দলিতের কাছ থেকে এমন উত্তর আশা করেনি রাজু। তাই প্রেমচন্দ্রের ‘না’ বলার অপরাধে পকেট থেকে ছুরি বের করে দলিত ব্যক্তির পেটে ও বুকে এলোপাথাড়ি কোপাতে থাকে রাজু।রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পরেন প্রেমচন্দ্র। এরপরই ঘটনাস্থল থেকে চম্পট দেয় রাজু।
খবর পেয়েও ঘটনাস্থলে দলিত ব্যক্তির বাড়িতে পৌঁছয়নি যোগী পুলিশ। গ্রামবাসীরা গুরুতর আহত অবস্থায় প্রেমচন্দ্রকে হাসপাতালে ভর্তি করান। চিকিৎসা চলাকালীন তাঁর মৃত্যু হয়।পরে গ্রামবাসীরা বিক্ষোভ দেখালে পুলিশ অভিযুক্ত রাজুকে গ্রেফতার করে। প্রেমচন্দ্রের পড়শিদের অভিযোগ, রাজুর বিরুদ্ধে আগেও বিভিন্ন অপরাধমূলক কাজে জড়িত থাকার অভিযোগ ছিল।








































































































































