আমেরিকা থেকে ফোন, মুম্বইয়ে লুকিয়ে সন্ত্রাস*বাদী! ত*দন্তে পুলিশ

0
4

ভারতে বাড়ছে জঙ্গি কার্যকলাপ। নড়েচড়ে বসল মুম্বই পুলিশ, তদন্তে পুণে (Pune) পুলিশের কর্তারা। জানা যায় গতকাল গভীর রাতে আচমকাই মার্কিন মুলুক থেকে ফোন আসে পুণে (Pune) পুলিশের কাছে। সেখানে বলা হয় মুম্বইয়ের ওরলি এলাকায় ঘাঁটি গেড়েছেন এক সন্ত্রাসবাদী। এরপর আর কিছু জানানর আগেই ফোন কেটে যায়। রাত ১ টা নাগাদ এই ফোন পাওয়ার পর পুণে পুলিশের তরফে সঙ্গে সঙ্গেই খবর দেওয়া হয় মুম্বই পুলিশে। তৎপরতার সঙ্গে তদন্তে নামে পুলিশ।

কে বা কারা ফোন করেছিলেন এবং কী তাঁদের উদ্দেশ্য সেটা এখনও স্পষ্ট নয়। ওই নম্বরে আবারও ফোন করে যোগাযোগের চেষ্টা করে মুম্বই পুলিশ। যদিও ওই ব্যক্তির সঙ্গে কথা হয়েছে কিনা, কোনও তথ্য মিলেছে কিনা সেই নিয়ে মুম্বই পুলিশ বিস্তারিত কিছুই জানায়নি। বিষয়টির গুরুত্ব বুঝেই আপাতত কোনও তথ্য প্রকাশ করতে চায়নি পুলিশ। তবে জানা গিয়েছে, মুম্বই পুলিশের পাশাপাশি এই ফোনের বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে ক্রাইম ব্রাঞ্চও। মুম্বইয়ে ২৬/১১ হামলার পর থেকেই জঙ্গি কার্যকলাপ নিয়ে যথেষ্ট সতর্ক প্রশাসন। ফের যাতে সেইরকম কোনও ঘটনা না ঘটে তা নিয়ে কড়া নিরাপত্তা রাখা হচ্ছে।