হিমাচলের বাঁধে রাতভর আটকে বনদফতরের কর্মী সহ ১০ জন উদ্ধার

0
3

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত হিমাচল প্রদেশের একটি বাঁধ সংলগ্ন এলাকায় আটকে পড়েছিলেন দশ জন। স্থানীয় প্রশাসন সূত্রে খবর, মান্ডি এবং বিলাসপুর জেলার সংযোগস্থলে অবস্থিত কোলড্যাম বাঁধে আটকে পড়েছেন ওই দশ জন। সোমবার ভোরে সকলকেই উদ্ধার করা গিয়েছে বলে জানিয়েছে জেলা প্রশাসন।

আরও পড়ুনঃ ছাত্রনেতা সুদীপ রাহার মামলায় নজিরবিহীন পদক্ষেপ, হাইকোর্ট পার্টি করল যাদবপুরের ছাত্রদের

কোলড্যাম বাঁধের তলা বয়ে গেছে শতদ্রু নদী। ভারী বৃষ্টির জেরে এখন রীতিমত ফুঁসছে শতদ্রু। তাই আটকে পড়া ব্যক্তিদের নিরাপত্তা নিয়ে আশঙ্কা দেখা দিয়েছিল। যদিও মান্ডির অতিরিক্ত জেলাশাসক অরিন্দম চৌধরি আশ্বাস দিয়েছিলেন, কারও প্রাণ সংশয়ের সম্ভাবনা নেই। দ্রুত সকলকে উদ্ধারের চেষ্টা চলছে।আটকে পড়া ব্যক্তিদের মধ্যে পাঁচ জন বন দফতরের কর্মী। বাকি পাঁচ জন স্থানীয় বাসিন্দা বলে খবর।
জানা গিয়েছে, শতদ্রুর জলের তোড়ে বেশ কিছু পুরনো গাছ ভেঙে পড়েছিল। সেগুলি তোলার জন্যই মোটরবোটে চেপে জলে নেমেছিলেন বন দফতরের পাঁচ জন কর্মী। পরে ওই বোটে ওঠেন পাঁচ জন স্থানীয় বাসিন্দা। হঠাৎ একটি গাছের গুঁড়ি এসে আটকে যায় বোটের মোটরে। তারপর বাঁধ লাগোয়া জলাশয়েই আটকে পড়েন দশ জন।