সপ্তাহের শুরুতেই সাতসকালে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল খড়গপুরের মালঞ্চ রোডের কাছের একটি বিস্কুট কারখানায়। আগুন লাগার খবর পেতেই ঘটনাস্থলে প্রথমে পৌঁছয় দমকলের ২টি ইঞ্জিন।কিন্তু আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় পরে দমকলের আরও একটি ইঞ্জিন আগুন নেভানোর কাজে হাত লাগায়। যুদ্ধকালীন তৎপরতায় চলছে আগুন নেভানোর কাজ। তবে পাশে একটি পেট্রোল পাম্প থাকায় আগুন যাতে ছড়িয়ে না পড়ে তাই আরও চারটি দমকলের ইঞ্জিন সেখানে পৌঁছেছে। কারখানা থেকে গলকল করে বেরোতে দেখা যাচ্ছে ধোঁয়া। কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে এলাকার আকাশ। ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ এবং পৌরসভা কর্তৃপক্ষ।বিধ্বংসী এই অগ্নিকাণ্ডের জেরে উত্তেজনা ছড়িয়েছে এলাকায়।
আরও পড়ুনঃচাঁদের ঠিক কোথায় অবতরণ করবে বিক্রম? ছবি প্রকাশ ইসরোর
সোমবার সকালে আচমকাই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বিস্কুট কারখানাটিতে। ধীরে ধীরে ধোঁয়ার পরিমান বাড়তে থাকে। কারখানার ভিতরে দাউ দাউ করে আগুন জ্বলতে দেখা যায়। বিস্কুট কারখানার পাশেই একটি পেট্রোল পাম্প থাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যে। দ্রুত খবর যায় দমকলে, খবর পেয়েই তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায় দমকলের ২টি ইঞ্জিন। তৎপরতার সঙ্গে শুরু হয় আগুন নিয়ন্ত্রণের কাজও।কিন্তু আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় দমকলের আরও কয়েকটি ইঞ্জিন পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
এদিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে ভিড় জমিয়েছেন বহু মানুষ। যদিও নিরাপত্তার জন্য কাউকেই ঘটনাস্থলের কাছে যেতে দেওয়া হচ্ছে না। ঘিরে রাখা হয়েছে গোটা এলাকা।তবে, কী থেকে এই বিধ্বংসী আগুন তা এখনও জানা যায়নি।