আগামিকাল এএফসি কাপের ম‍্যাচে বাগানের প্রতিপক্ষ ঢাকা আবাহনী, জয় লক্ষ‍্য বাগান কোচের

0
1

আগামিকাল এএফসি কাপের প্লে-অফে ম‍্যাচে নামতে চলেছে মোহনবাগান সুপার জায়েন্ট। প্রতিপক্ষ ঢাকা আবাহনী। শেষ ম্যাচে মাছিন্দ্রা এফসিকে ৩-১ গোলে হারিয়েছিল জুয়ান ফেরান্দোর দল। তবে সেসব নিয়ে ভাবতে নারজ বাগান কোচ। বরং আগামিকাল নতুনভাবে মাঠে নামতে চান তারা।

আগামিকালের ম‍্যাচ নিয়ে জুয়ান বলেন,” আবাহনী ভালো দল। তবে আমরাও তৈরি, আমরা আমাদের সেরা পারফরম্যান্স দেব। জয়ের লক্ষ‍্যেই নামবে সবুজ-মেরুন ক্লাব।” গত কয়েকদিনের সবচেয়ে জল্পনার বিষয় যেটি ছিল সেটি হল, ঢাকা আবাহনী কিছু খেপের খেলোয়াড়দের নিয়ে মাঠে নামছে। তবে এসব নিয়ে ভাবছেন না বাগান কোচ। এই নিয়ে তিনি বলেন, “আমি এসব নিয়ে ভাবছি না। ওদের দলে ৯ জন বিদেশি রয়েছে, আমাদেরও ৬ জন বিদেশি রয়েছে। আমরা আমাদের দলের পারফরম্যান্স নিয়ে ভাবতে চাই। নিজেদের সেরাটা দিতে চাই।”

গত ম্যাচে চোট পান আশিক কুরুনিয়ান এবং দিমিত্রি পেত্রাতোস। তাদের বর্তমান অবস্থা নিয়েও কথা বলেন জুয়ান। এই নিয়ে বাগান কোচ বলেন, “ওরা এখন সুস্থ রয়েছেন। তবে ওরা আগামিকাল ম্যাচে খেলবেন কিনা এখনই বলা সম্ভব নয়। আমরা অনুশীলনে সব দেখে তারপর সিদ্ধান্ত নেব। তবে ওরা ফিট রয়েছে। আমরা কাজ চালাচ্ছি। একসঙ্গে কলকাতা লিগ, ডুরান্ড কাপ, এএফসি কাপ খেলতে হচ্ছে। এরমধ্যে দিয়েই আমাদের ভালো পারফরম্যান্স করতে হবে।”

আরও পড়ুন:ফিট নন রাহুল, কেন রাখা হল এশিয়া কাপের দলে? মুখ খুললেন আগারকার