Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস

0
1

১) সিরিজ জয় ভারতের। রবিবার আয়ারল্যান্ডকে হারাল ৩৩ রানে। আইরিশদের বিরুদ্ধে দ্বিতীয় টি-২০ ম‍্যাচে জয় পেতেই এক ম‍্যাচ বাকি থাকতেই সিরিজ পকেটে পুরল জশপ্রীত বুমরাহ-এর দল। তিন ম‍্যাচের টি-২০ সিরিজে ২-০ এগিয়ে গেল টিম ইন্ডিয়া।

২) হাঁফ ছেড়ে বাঁচল মোহনবাগান সুপার জায়েন্ট।ডুরান্ড কাপ থেকে ছিটকে যেতে পারত সবুজ-মেরুন। তবে হলো না। রবিবার জামশেদপুর এফসিকে ৬-০ গোলে হারাল মহামেডান। এর ফলে জিতলেও পরের রাউন্ডে যাওয়া হল না সাদা-কালো ব্রিগেডের।

৩) কলকাতা লিগে হার মোহনবাগান সুপার জায়ান্টের। রবিবার সাদার্ন সমিতির কাছে ০-২ গোলে হারল বাস্তব রায়ের দল। চলতি কলকাতা লিগে এটাই প্রথম হার সবুজ-মেরুনের। প্রথামার্ধেই পরপর দুই গোল খেয়ে যায় মোহনবাগান। শুরু থেকেই আক্রমণ করতে থাকে সাদার্ন।

৪) বিশ্ব জয় স্পেনের। ২০২৩ ফিফা মহিলা বিশ্বকাপ চ‍্যাম্পিয়ন হল স্পেন। ফাইনালে ১-০ গোলে হারাল ইংল‍্যান্ডকে। এই জয়ের ফলে প্রথমবার মহিলাদের বিশ্বকাপ জিতল স্পেন। ইংল্যান্ডের সামনেও সুযোগ ছিল একই কৃতি গড়ার। তবে ফাইনালে দুরন্ত পারফরম্যান্স করে স্প্যানিশ আর্মাডারা।

৫) রবিবার সকালে লিগস কাপের ফাইনালে নেমেছিল ইন্টার মায়ামি। সেই ম‍্যাচে নাশভিলকে হারিয়ে লিগস কাপ চ‍্যাম্পিয়ন হয় মেসির ইন্টার মায়ামি। মেসি জাদুতে প্রথমবার লিগস কাপ চ‍্যাম্পিয়ন তারা। নির্ধারিত সময়ে খেলা শেষ হয় ১-১ গোলে। পেনাল্টি শুট-আউটে ৯-১০ গোলে জেতে ইন্টার মায়ামি।

আরও পড়ুন:এক ম‍্যাচ বাকি থাকতেই আয়ারল্যান্ডের বিরুদ্ধে সিরিজ জয় টিম ইন্ডিয়ার