পিএসজি ছেড়ে সদ্য আল হিলালে যোগ দিয়েছেন ব্রাজিলের তারকা ফুটবলার নেইমার জুনিয়র। গতকাল সৌদির ক্লাবে হয় রাজকীয় নেইমার বরণ। ইউরোপীয় ফুটবলের সঙ্গে সম্পর্ক আপাতত অতীত। শনিবার রাতে নতুন জার্সিতে প্রকাশ্যে আসেন ব্রাজিলিয়ান তারকা। আলো ঝলমলে বর্ণময় অনুষ্ঠানের মধ্য দিয়েই দলের সব থেকে দামি নক্ষত্রকে বরণ করেন আল হিলাল।
এই অভ্যর্থনা মুগ্ধ নেইমার। তিনি বলেন,”এই অভ্যর্থনায় আমি মুগ্ধ। এই নতুন চ্যালেঞ্জ নিতে পেরে আমি খুশি, অভিভূত। আমি এই দেশের সবচেয়ে বড় ক্লাবে এসেছি। আশা করি আল হিলালে নতুন গল্প রচনার অংশ হব। অনেক ট্রফি অর্জনের স্বাক্ষী হব। এই ক্লাবের জন্য আমি সবকিছুই করব। আসুন আমরা এই সময়টা উপভোগ করি।”
এদিকে নেইমার আল হিলালে যোগ দেওয়ার থেকে শিরোনামে নেইমার যে বিমানে করে প্যারিস থেকে সৌদি আরবে আসেন আল হিলালে যোগ দিতে। জানা যাচ্ছে, নেইমার যেই বিমানে করে সৌদিতে এসেছেন সেটি পৃথিবীর সবচেয়ে বিলাসবহুল বিমান। যার মালিক সৌদির বিলিয়নিয়ার ব্যবসায়ী প্রিন্স আলওয়ালেদ বিন তালাল। দাম প্রায় ২০ কোটি ১১ লাখ ৯৫ হাজার ডলার।
The historical is here 💙🤩
Hands up if you feel happy 🙌🏻#AlHilal 💙 pic.twitter.com/rDNLG39dIj
— AlHilal Saudi Club (@Alhilal_EN) August 19, 2023
জানা যাচ্ছে, এই বিমানটি ব্যক্তিগত বিমানের দিক থেকে সবচেয়ে বড়। ভেতরে ২টি ফ্লোর মিলিয়ে প্রায় ৪০০ যাত্রী বহন করতে পারে। বিমানের প্রধান কক্ষটি সৌদি আরবের প্রিন্স ব্যবহার করেন বলে জানা যাচ্ছে। চামড়ার সোফার সঙ্গে বিলাসবহুল মোড়ক এবং দামি কাঠের টেবিল রয়েছে এই কক্ষে। ঝলমলে আলোর ব্যবস্থাও আছে।
This is the plane that Neymar will travel to Saudi Arabia in.
Baller treatment 😎💸 pic.twitter.com/pOo7Ezt7b7
— Ginga Bonito 🇧🇷 (@GingaBonitoHub) August 17, 2023
আরও পড়ুন:দেশকে প্রথমবার মহিলা বিশ্ব চ্যাম্পিয়ন করার পরই বাবার মৃ.ত্যু সংবাদ পেলেন স্পেন অধিনায়ক