বিশ্বকাপের সূচি নিয়ে ফের সমস্যা, কেন আপত্তি এই রাজ‍্য ক্রিকেট সংস্থার?

0
1

চলতি বছর ভারতের মাটিতে বসতে চলেছে একদিনের বিশ্বকাপ। ৫ অক্টোবর থেকে শুরু এই মেগা টুর্নামেন্ট। এর মাঝেই ফের সূচি বদলের আর্জি জানালো হায়দরাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশন। বিশ্বকাপের নতুন সূচি ঘোষণার পরই এমন আর্জি করেছে হায়দরাবাদ ক্রিকেট সংস্থা। জানা যাচ্ছে, নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে হায়দরাবাদ পুলিশ। সেই বিষয়টি হায়দরাবাদ ক্রিকেট সংস্থার মাধ্যমে জানানো হয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ডকে।

পরিবর্তিত সূচি অনুযায়ী ৯ এবং ১০ অক্টোবর পরপর দু’টো ম্যাচ আয়োজিত হওয়ার কথা হায়দরাবাদে। রাজীব গান্ধি স্টেডিয়ামে প্রথম ম্যাচটি খেলার কথা নিউজিল্যান্ড ও নেদারল্যান্ডসের। দ্বিতীয় ম্যাচটি পাকিস্তান ও শ্রীলঙ্কার মধ্যে হওয়ার কথা। কিন্তু পুলিশ হায়দরাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশনকে জানিয়ে দিয়েছে, যে কোনও একটি ম্যাচের জন্য সম্পূর্ণ নিরাপত্তা দিতে পারবে। পরপর দু’দিন নিরাপত্তা দেওয়া সম্ভব নয়! নিরাপত্তার কারণ দেখিয়ে হায়দরাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সূচি বদলানোর অনুরোধ করা হয়েছে। এর আগেও যদিও বিশ্বকাপের সূচি বদল করা হয়েছে। মূলত নিরাপত্তার কারণেই বারেবারে সূচিতে বদল আনতে হচ্ছে। আসলে ভারতে যে সময় বিশ্বকাপ হচ্ছে, সেটা উৎসবের মরশুম। বাংলায় দুর্গাপুজো, কালি পুজো যেমন হবে, তেমন ভাবেই বাংলার বাইরেও অনেক উৎসব রয়েছে। যার জেরে পরিবর্তন করতে হয়েছে ভারত-পাকিস্তান মহারণের দিনও।

আগে ঠিক ছিল ১৫ অক্টোবর অনুষ্ঠিত হবে বাবর আজমদের সঙ্গে রোহিত শর্মাদের এই হাইভোল্টেজ ম্যাচ। তবে সেই দিন নবরাত্রি শুরু হওয়ায় ম্যাচের দিন পরিবর্তন করতে হয়। ১৪ অক্টোবর হবে সেই ম্যাচ। ১২ নভেম্বর কলকাতায় ম্যাচ হওয়ার কথা থাকলেও সেদিন কালি পুজো থাকায় ম্যাচের দিন বদল হয়েছে। উৎসবের সময়, নিরাপত্তা দিতে গিয়ে হিমশিম খেতে হয় পুলিশকে। আর তার জেরেই এমন পরিকল্পনা নেওয়া হয়েছে। এবার দেখার ভারতীয় ক্রিকেট বোর্ড ও আইসিসি হায়দ্রাবাদের ক্ষেত্রে কী সিদ্ধান্ত নেয়। দু’টি ম্যাচের মধ্যে একটি ম্যাচের দিন বদল করলেই সমস্যার সমাধান হয়ে যেতে পারে। তবে পরপর ম্যাচ থাকায় তা নিয়েও সমস্যা হতে পারে। সমস্যা হতে পারে সম্প্রচারকারী সংস্থারও।

আরও পড়ুন:নারী শক্তির জয়, আন্তর্জাতিক এবং রাজ্য স্তরে পদক জয় বলাগড়ের দুই কন্যার