প্রকাশিত হল আসন্ন একদিনের বিশ্বকাপের ম্যাসকট

0
1

চলতি বছর ভারতের মাটিতে বসতে চলেছে একদিনের ক্রিকেট বিশ্বকাপের আসর। ৫ অক্টোবর থেকে শুরু এই মেগা এই টুর্নামেন্ট। তার আগে বিশ্বকাপের ম্যাসকট প্রকাশ করল আইসিসি। শনিবার গুরুগ্রামে আইসিসির একটি অনুষ্ঠানে এই ম্যাসকট প্রকাশ করা হয়। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতের দুই অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী অধিনায়ক যশ ঢুল ও শেফালি বর্মা।

ক্রিকেটের আদর্শ ও একতার কথা মাথায় রেখে দু’টি ম্যাসকট প্রকাশ করা হয়েছে। ম‍্যাসকটে এক দিকে যেমন ক্রিকেটীয় আদর্শের প্রকাশ রয়েছে অন্যদিকে তেমনই রয়েছে বিনোদন। ম্যাসকট দু’টির মধ্যে একটি পুরুষ চরিত্র। তার হাতে একটি ব্যাট রয়েছে। সেখানে লেখা ক্রিকেট বিশ্বকাপ ২০২৩। মহিলা চরিত্রটিও সুপার হিরোর আদলে করা হয়েছে। তবে এখনও এই দুই ম্যাসকটের কোনও নাম দেয়নি আইসিসি। নামকরণ করতে পারবেন দর্শকেরা। যার জন‍্য একটি প্রতিযোগিতা করছে আইসিসি। ২৭ আগস্ট পর্যন্ত এই প্রতিযোগিতা চলবে। আইসিসির ওয়েবসাইটে গিয়ে দু’টি ম্যাসকটের নাম দেওয়া যাবে। প্রতিযোগিতা শেষে যে নামটি আইসিসির পছন্দ হবে সেই নাম দেওয়া হবে। যাঁর নাম চূড়ান্ত হবে আইসিসি তাঁকে পুরস্কারও দেবে। ম্যাসকট দু’টি দেখতে কেমন হবে সেটিও দর্শকদের উপর ছেড়ে দিয়েছিল আইসিসি। বিভিন্ন দেশে ঘুরে সমীক্ষা চালিয়ে ম্যাসকটের আদল বেছে নেওয়া হয়েছে।

আরও পড়ুন:বিশ্ব জয় স্পেনের, ইংল‍্যান্ডকে ১-০ গোলে হারিয়ে প্রথমবার মহিলাদের বিশ্বকাপ ঘরে তুলল তারা