অমানবিক, অসহায় বৃদ্ধাকে স্টেশনে বসিয়ে রেখে চলে গেল খোদ ছেলে! ৭০ বছরের রুণু কর্মকার উত্তর ২৪ পরগনার আগরপাড়ার বাসিন্দা।এই অমানবিক ঘটনার সাক্ষী উত্তর ২৪ পরগনার অশোকনগর স্টেশন।এই খবর পাওয়ার পর সক্রিয় হন তৃণমূল বিধায়ক নারায়ণ গোস্বামী। তাঁর নির্দেশে দলের যুব কর্মীরা ওই বৃদ্ধাকে উদ্ধার করে পৌঁছে দেয় অশোকনগর রবীন্দ্র নিকেতনে। বৃদ্ধার পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হচ্ছে। আপাতত ওঁর দেখাশোনা করছে স্থানীয় তৃণমূল নেতৃত্বই।
জানা গিয়েছে, উত্তর ২৪ পরগনার আগরপাড়ার বাসিন্দা রুনুদেবির ডান হাত প্রায় অসাড়। ঠিক ভাবে হাঁটাচলাও করতে পারেন না।
অভিযোগ, ওই অসহায় বৃদ্ধাকে তাঁর ছেলে অশোকনগর স্টেশনে ফেলে রেখে দিয়ে চলে যায়। অসহায় অবস্থায় দু’দিন অশোকনগর স্টেশনে পড়ে ছিলেন ওই বৃদ্ধা। কিন্তু কেন ওই অসহায় বৃদ্ধাকে নিজের ছেলে এভাবে ফেলে দিয়ে চলে গিয়েছেন তা জানার চেষ্টা করছে পুলিশ।





































































































































