নিজের সোশ্যাল মিডিয়া পোস্টে খারাপ সময়ের ইঙ্গিত দিয়েছিলেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায় (Srijit Mukherji)। অনেকেই মনে করছিলেন মারাত্মক কোনও সমস্যায় পড়েছেন সৃজিত। সেই আশঙ্কায় সত্যি হল। ডেঙ্গি (Dengue)আক্রান্ত ‘দশম অবতার’- এর পরিচালক। পুজোতে এই ছবি মুক্তির আগে শারীরিক অসুস্থতার কারণে সম্পূর্ণ শুটিং করতে পারলেন না তিনি। বুধবার হঠাৎই ফেসবুকে সৃজিত লেখেন, “অন্ধকার নামছে, খুব অন্ধকার…”। টলিপাড়ার খবর অনুযায়ী, তখন থেকেই প্রবল জ্বরে ভুগছেন সৃজিত। এবার জানা গেল তাঁর বিষন্নতার আসল কারণ শারীরিক অসুস্থতা।
বেশ কিছুদিন ধরে কাহিল হয়ে পড়ছিলেন। ডাক্তারের পরামর্শ মতো ওষুধ খেলেও রোগ সারছিল না। অবশেষে রক্ত পরীক্ষা করে জানা যায় তাঁর ডেঙ্গি হয়েছে। শনিবারই সেই রিপোর্ট হাতে পেয়েছেন সৃজিত। নিজের পরিচালিত অটোগ্রাফ ছবির গানের ছন্দে নিজেই জানালেন ডেঙ্গু আক্রান্ত হওয়ার খবর। আপাতত সম্পূর্ণ বিশ্রামে রয়েছে তিনি।